Advertisment
Presenting Partner
Desktop GIF

সুখবর! মিমি-অনির্বাণের 'ড্রাকুলা স্যার' এবার সারা দেশে হিন্দিতে মুক্তি পাচ্ছে

কবে হিন্দিতে দেখতে পাবেন 'ড্রাকুলা স্যার'কে? জানুন।

author-image
IE Bangla Web Desk
New Update
dracula-sir

লকডাউনের পর সিনেমা হল খুলতেই সদ্য মুক্তি পেয়েছে অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya) ও মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) অভিনীত 'ড্রাকুলা স্যার' (Dracula Sir)। পর্দায় দুই তারকার অভিনয় দেখে ইতিমধ্যেই ভূয়সী প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সিনেপ্রেমীরা। বলছেন, অনির্বাণ ভট্টাচার্যই হোক কিংবা মিমি চক্রবর্তী, এযাৎকালের সেরা দুর্ধর্ষ পারফরম্যান্স। অনির্বাণের অভিনয় নিয়ে অবশ্য আলাদা করে কিছু বলার নেই! তিনি বরাবরই যে কোনও চরিত্রে দর্শকদের মাত করেছেন। কিন্তু এত ভাল একটি সিনেমায় দুই অভিনেতার পারফরম্যান্স কী শুধু বাঙালি দর্শকরাই দেখবেন? অন্যভাষার মানুষেরাই বা কেন বঞ্চিত হবেন! তাই এবার গোটা দেশেই সফর শুরু করতে চলেছে বাংলার প্রথম ড্রাকুলা। আরেকটু খোলসা করে বললে, এবার হিন্দিতে মুক্তি পাচ্ছে দেবালয় ভট্টাচার্য পরিচালিত 'ড্রাকুলা স্যার'।

Advertisment

সম্প্রতি গল্পের মঞ্জরি অর্থাৎ অভিনেত্রী মিমি চক্রবর্তী সেই হিন্দি ছবির পোস্টার শেয়ার করেছেন। যা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে গিয়েছে। মুম্বইবাসীরা যারা আক্ষেপ করছিলেন যে, অনির্বাণের এরকম দুর্ধর্ষ পারফরম্যান্স থেকে বঞ্চিত থাকবেন বলে, তাঁদের জন্য কিন্তু দারুণ সুখবর! উল্লেখ্য, সিনেমার ট্রেলার থেকে গান, সবটাই নাকি নতুন করে হিন্দি ভাষায় মুক্তি পাবে।

তা কবে মুক্তি পাচ্ছে হিন্দিভাষী 'ড্রাকুলা স্যার'? পোস্টারেই জানান দিলেন নির্মাতারা। এবছর দীপাবলি উপলক্ষে গোটা দেশে হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে এই ছবি। পোস্টারেই খাস হিন্দিতে ট্যাগলাইন লেখা, "খুন পিনা সোয়াস্ত কে লিয়ে হানিকারক হ্যায়।"

প্রসঙ্গত, প্রযোজনা সংস্থা এসভিএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাংলায় সাফল্য পাবার পরেই গোটা দেশে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবরে যারপরনাই উচ্ছ্বসিত মিমি-অনির্বাণও।

View this post on Instagram

#Draculasir releasing pan india this diwali in hindi❤️???????? @anirbanbhattacharyaofficial @bhattacharyadebaloy @svfsocial

A post shared by Mimi (@mimichakraborty) on

anirban bhattacharya
Advertisment