/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/mimi3.jpg)
mimi and ankushঃ কী এমন করলেন অঙ্কুশ যে খেপে ক্ষেপে গেলেন মিমি?
দোল মানেই উৎসব। আর রঙের উৎসবে বন্ধুরা সঙ্গে না থাকলে হয়। আর সেই বন্ধুদের সঙ্গে বিশেষ দিনে খুনসুটি হবে না এও আবার হয় নাকি? মিমি এবং অঙ্কুশ যা করলেন...
দুজনে কাছাকাছিই থাকেন। আর দুজনের মধ্যে হিরো হিরোইনের বাইরে গিয়েও বেশ ভাল বন্ধুত্বের সম্পর্ক। সেই খাতিরেই মাঝে মধ্যে হাতাহাতি মারামারি করতে দেখা যায়। আর আজ হোলির দিন, অঙ্কুশ কে শুইয়ে মারলেন মিমি। অপরাধ করেছেন কিছু?
না, একে ঠিক অপরাধ বলা চলে না। বরং এটি মিষ্টি একটি অপরাধ। মিমি অঙ্কুশের সঙ্গে যা করলেন, তাতে হতভম্ব অভিনেতা নিজেই। দোলের দিন দিব্যি মজা করছিলেন তারা। কিন্তু, হঠাৎ করেই হয়তো মিমিকে রং দিয়ে দেন অঙ্কুশ। তাঁর বদলা নিতেই অঙ্কুশকে শুধু শুইয়ে রং মাখালেন না তিনি।বরং ঘা কতক দিলেন। সঙ্গে গোটা আবিরের থালা গায়ে ঢাললেন।
আরও পড়ুন - Mimi Chakraborty: যোগী রাজ্যে মিমির বহুমূল্য জিনিস নিয়ে পালাল চোর! কীভাবে তা ফিরে পেলেন অভিনেত্রী?
ঘটনায় অঙ্কুশ ভাবসাব এমন করলেন যেন তিনি কিছুই জানেন না। তবে, এই ভিডিও শেয়ার করে মিমি লিখেছেন যে তারা ভায়োলেন্স একেবারেই পছন্দ করেন না। কিন্তু, অঙ্কুশের সঙ্গে এসব হতেই পারে। বলেই, জ্বিভ কেটেছেন মিমি।
উল্লেখ্য, অভিনেত্রী এমনিও বর্তমানে অনেকটাই হালকা সময় কাটাচ্ছেন। সংসদ পদ ছাড়ার পর থেকেই তিনি একেবারে ফ্রি। একদম আলাদা মানুষ তিনি। ছবির কাজে মন দিয়েছেন।