scorecardresearch

খাবারে চুল! অভিযোগের পরও হেলদোল নেই Emirates-এর, তুলোধনা মিমি চক্রবর্তীর

বিমান সংস্থার ওপর রেগে আগুন মিমি!

mimi chakraborty, mimi chakraborty news, mimi chakraborty complain against Emirates, mimi chakraborty tollywood, mimi chakraborty latest controversy, mimi chakraborty controversy on travel, mimi chakraborty tolly news, tolly news, bolly news, bolly world
মিমির খাবারে চুল!

মাঝ আকাশে এর কী কান্ড! শেষে কিনা মিমি চক্রবর্তীর খাবারে চুল? তারমধ্যে অভিযোগ করার পরেও বিমান সংস্থার তরফে কোনও উত্তর নেই? বেজায় চটলেন টলি অভিনেত্রী!

মিমি প্রথম নন, মাঝ আকাশে নানান সময় নানান কিছু শিকার হয়েছেন অনেক তারকারা। কখনও তাদের জিনিসপত্র হারিয়ে গেছে আবার কখনও সময়ে খাবার না পাওয়ার অভিযোগে সরব হয়েছিলেন অনেকেই। এবার এক নামকরা বিমান সংস্থার ওপরই ক্ষেপে আগুন মিমি চক্রবর্তী! কী ঘটেছে আসলে? ক্রসিনাট খাচ্ছিলেন অভিনেত্রী, তারপরেই হঠাৎ অসুবিধা অনুভব করতেই চোখে পরে তাতে চুল! এহেন কাণ্ডে বিমান সংস্থাকে তুলোধোনা করলেন মিমি।

সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত পোস্ট এবং প্রমাণ সহ লিখলেন, “আমার মনে হয় আপনারা এতটাই বড় হয়ে গিয়েছেন যে যাদেরকে নিয়ে যাত্রা করছেন তাঁদের দিকটা ভাবা বন্ধই করে দিয়েছেন। তাঁদের আর কেয়ার করেন না। আপনাদের দেওয়া খাবারে আমি একটা চুল পেয়েছিলাম। এটা আমার কাছে কখনই স্বাভাবিক নয়। আপনাদের মেল করার পরেও এটুকু প্রয়োজন বোধ করলেন না যে একটা রিপ্লাই করবেন বা ক্ষমা চাইবেন”। বিমানে যে খাবার দেওয়া হয় তাঁকে সেটিতে চুল ছিল বলেই দাবি করেছেন মিমি।

এদিকে, এত বড় একটি অন্যায় করার পরেও মিমির কাছে ক্ষমা চাইল না বিমান সংস্থা, এতেই আরও চটেছেন তিনি। ঘুরতে গিয়েছিলেন প্যারিসে, সেখান থেকে ফেরার পথেই এহেন কান্ড! মিমির সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনায় অনেকেই আওয়াজ তুলেছেন। তাঁদের কথায়, “দিনদিন টিকিটের দাম বাড়ছে আর আপনাদের এত নিম্নমানের পরিষেবা”! আবার কেউ বললেন, “দেশের এমপি যদি এই পরিষেবা পায় তবে আমরা কে”?

এদিকে কেউ কেউ আবার মিমিকে তুলোধোনাও করেছেন। তাঁদের কথায়, “এই চুলটা আপনারই তো মনে হচ্ছে”! আবার কেউ বললেন, “এক কাজ করুন, দিদিকে বলুন…আপনাদের তো বলার রাস্তা আছেই”। উল্লেখ্য, খেলা যখনে মিমিকে দেখা গেছে শেষবারের মত। আবার, কানাঘুষো এমনও শোনা যাচ্ছে বলিউডেও নাকি পা রাখতে চলেছেন বঙ্গ সুন্দরী।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mimi chakraborty complained against food in emirates found hair in crossinat