Advertisment
Presenting Partner
Desktop GIF

কোভিড যুদ্ধে জয়ী মনামির সঙ্গে লাইভ আড্ডায় মিমি

করোনা যুদ্ধে জয়ী মনামির সঙ্গে সরাসরি লাইভে কথা বলবেন যাদবপুরের তারকা সাংসদ-মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম কোনও তারকা যিনি সাক্ষাৎকার নেবে করোনা জয়ীর।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মিমি চক্রবর্তী ও মনামি বিশ্বাস। ফোটো- ফেসবুক

পড়াশোনার জন্য স্কটল্যান্ডে গিয়েছিলে কলকাতায় মেয়ে মনামি বিশ্বাস। ১৮ মার্চ কলকাতা ফিরে আসার পর ১৯ তারিখ বেলঘাটা আইডিতে গিয়েই জানতে পারেন করোনায় আক্রান্ত তিনি। ৩১ মার্চ সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন মনামি। প্রকৃত অর্থেই বলা যায় করোনা যুদ্ধে জয়ী হয়েছেন তিনি।

Advertisment

এবার এই তরুণীর সঙ্গেই সরাসরি লাইভে কথা বলবেন যাদবপুরের তারকা সাংসদ-মিমি চক্রবর্তী। টলিউডের প্রথম কোনও তারকা যিনি সাক্ষাৎকার নেবেন করোনা যুদ্ধে জয়ী মনামির।

তবে সরাসরি কোভিড জয়ীর সঙ্গে কথা বলে জনসাধারণের মধ্যে সতর্কতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা সত্যিই অভিনব প্রয়াস। মিমি বলেন, ''বাংলা অনলাইন মিডিয়ায় মনামি সম্পর্কে প্রথম জানতে পারি আমি এবং ওর সাহস দেখে অভিভূত হই। মনে হয়েছে মনামির ব্যক্তিগত অভিজ্ঞতা ও টিপস সাধারণ মানুষ আরও সতর্ক করবে। অযথা চিন্তা না করার ব্যাপারগুলো কমবে।''

View this post on Instagram

On this time of vulnerability nd self assumptions lets hear it directly from the 3rd survivor of COVID-19 @iammonamibiswas

A post shared by Mimi (@mimichakraborty) on

আরও পড়ুন, ”বিগ বস-এর কথা মনে পড়ছিল”, শর্টফিল্ম ‘হাত’ প্রসঙ্গে কনীনিকা

মিমির আলোচনায় উঠে আসবে কোভিড-১৯ সম্পর্কে বেশ কিছু তথ্য ও লড়াই করার পদক্ষেপ। ইতিমধ্যেই বাংলায় করোনা সম্পর্কিত সচেতনা নিতে বেশ কিছু কাজ করেছেন মিমি। নিজের অঞ্চলে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া থেকে ভিডিওতে কোভিড নিয়ে সতর্কতা অবলম্বন করতে বলা, সবটাই করেছেন তিনি।

প্রসঙ্গত, এ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮। বাংলায় এখন করোনায় আক্রান্ত বেড়ে হয়েছে ৩৮৫। মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, ”ডেথ অডিট কমিটি জানিয়েছে, ৫৭ জনের মৃত্যু খতিয়ে দেখেছে তারা। ১৮ জনের মৃত্যু হয়েছে করোনাতেই। বাকি ৩৯ জনের মৃত্যুর তাৎক্ষণিক কারণ অন্য রোগ”।

Read the full story in English 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mimi chakrabarty coronavirus
Advertisment