Advertisment
Presenting Partner
Desktop GIF

বিন্দুমাত্র ভয়ডর নেই! চলন্ত প্লেন থেকে লাফ দিলেন মিমি, কে ছিলেন সঙ্গে?

কী কাণ্ডটাই না করলেন মিমি!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mimi chakraborty, mimi in dubaai, mimi chakraborty life, mimi chakraborty updates, mimi chakraborty news, entertainment news, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

কী কাণ্ডটাই না করলেন মিমি!

দুর্দান্ত অ্যাকশন করে স্ক্রিন কাঁপিয়ে দিয়েছেন মিমি চক্রবর্তী। পুলিশ অফিসার সংযুক্তা মিত্রকে বেশ পছন্দ হয়েছে অনেকের। এবার, বাস্তবেও তিনি দারুণ সাহসিকতার পরিচয় দিলেন।

Advertisment

বাবা মাকে সঙ্গে নিয়েই তিনি দুবাই গিয়েছিলেন। আর একবার যখন সেখানে গিয়েছেন তখন নতুন কোনও চমক দেখাবেন না সেও আবার হয় নাকি? মিমি চক্রবর্তী দুবাইয়ের মাটিতে না হোক কিন্তু দুবাইয়ের আকাশে উড়ে দেখিয়ে দিয়েছেন বঙ্গ তনয়ারা একেবারেই পিছিয়ে নেই। অভিনেত্রী যা করলেন, সেটা চোখে পড়ার মত।

স্কাই ডাইভ মোটেই সহজ কথা নয়। কিন্তু মিমি নিজের কাণ্ডে অটল। হাসতে হাসতেই সোজা চলন্ত প্লেন থেকে ঝাঁপ দিলেন। দুবাইয়ের খোলা আকাশে তিনি উড়তে শুরু করলেন। প্রচণ্ড হাওয়ায় নিজেকে সামলে নেন। মিমির নিজেই শেয়ার করলেন এই ভিডিও। মিমি কী কী করলেন?

নিজেকে তৈরি করে প্লেনে উঠলেন। দুবাইয়ের আনাচে কানাচে তখন আলাদাই মুগ্ধকর পরিবেশ। অভিনেত্রী একবিন্দু না পিছিয়ে আনন্দের সঙ্গেই প্লেন থেকে ঝাঁপ দিলেন। সঙ্গে অবশ্যই ট্রেনিং প্রাপ্ত একজন ছিলেন। একা সাহস দেখাননি তিনি। প্রফেশনাল ভাবেই কাজ করেছেন।  মিমি, বন্ধুর সেই ভিডিও শেয়ার করে লিখলেন..আমরা একদিন একসঙ্গে করব এমন স্কাই ডাইভিং। বাবা মায়ের সঙ্গে গেলেও তাঁরা কিন্তু আকাশে না উড়ে মাটিতেই ছিলেন।

নিজের নতুন ছবির কারণে তিনি বেশিরভাগ সময় কলকাতায় ছিলেন। কিন্তু, এবার ছুটি পেয়েই উড়ে গিয়েছিলেন বালির দেশে। সেখানে চুটিয়ে আনন্দ করেছেন তিনি। এমনকি সেখানে পৌঁছে নিজের নতুন লুক ক্রিয়েট পর্যন্ত করেছেন তিনি।

mimi chakrabarty tollywood Entertainment News
Advertisment