scorecardresearch

‘আমারও একটা চাই…,’ একমাসের মধ্যেই মিমির আবদার পূরণ করলেন কিং খান!

কী এমন চেয়েছিলেন মিমি?

mimi chakraborty, shah rukh khan, KKR, kolkata knight riders, mimi chakraborty photoes, mimi chakraborty tollywood, mimi chakraborty with srk, mimi chakraborty KKR jersey, মিমি চক্রবর্তী, শাহরুখ খান, কলকাতা নাইট রাইডার, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
মিমির সঙ্গে শাহরুখ

মিমি চক্রবর্তী বলে কথা, তাঁর আবদার রাখবেন না শাহরুখ! এও আবার হয় নাকি? যথারীতি, কিছুদিনের মধ্যেই মিমির প্রিয় জিনিস পাঠানো হল তাঁর কাছে। কিন্তু কী এমন চেয়েছিলেন তিনি?

মিমি চক্রবর্তী নিজের নাম লেখা KKR এর জার্সি চেয়েছিলেন। টুইট করেছিলেন তিনি। তবে, বেশিদিন অপেক্ষা করতে হল না তাঁকে। নিজের নাম লেখা জার্সি হাতে পেতেই উচ্ছ্বসিত বাংলার অভিনেত্রী। কলকাতার জার্সি বলে কথা, এই আনন্দ কোথায় রাখবেন? যথারীতি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন সেই সুখবর।

KKR এর তরফে সেই ছবি পোস্ট করে তাঁরা জানিয়েছেন, মিমি দারুণ লাগছে। আমাদের দলের হয়ে চিয়ার করছেন আপনি। ধন্যবাদ। হাসিমুখে জার্সি হাতে পোজ দিয়েছেন মিমি। সোশ্যাল মিডিয়ায় সকলেই বলছেন, আপনার আবদার পূরণ করলেন কিং খান।

উল্লেখ্য, রক্তবীজের শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি। বেশকিছুদিন তাঁকে রাজনীতির কোনও অনুষ্ঠানেও দেখা যাচ্ছে না। তবে, সামনেই সিনেমার কাজে আরও ব্যস্ত হয়ে পড়বেন। আবিরের সঙ্গে শুটিং শেষ করে ফিরেছেন। সোশ্যাল মিডিয়াতেও নিজের ছবি দিয়েই আগুন তুলেছেন তিনি।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mimi chakraborty got kkr name tag jersey