যেখানে সারা বাংলা আজ লড়াই করছে একটি মেয়ের জন্য, সেখানে অভিনেত্রী এবং প্রাক্তন সংসদ মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি। অভিনেত্রীকে প্রকাশ্যে হুমকি দিয়েছে সাধারণ মানুষদের একজন।
রাজ্য জুড়ে জুনিয়র ডাক্তারের মৃত্যুতে, ডাক দিয়েছে সাধারণ মানুষ। মেয়েরা এবার বিচার পাক প্রত্যেকের কন্ঠে একই স্বর। নারী স্বাধীনতা এবং নারী সুরক্ষার প্রতিবাদে রাস্তায় নামছে সাধারণ মানুষ। মিমি ব্যতিক্রম নয়। নিজেদের সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করতে মিমিও রাস্তায় নেমেছেন প্রতিবাদ করতে। আর তারপরেই তাকে এবং ঘৃণ্য একটি মন্তব্যের শিকার হতে হবে, যারা নিজেও ভাবতে পারেনি।
তারকাদের সোশ্যাল মিডিয়া নানা ধরনের মন্তব্য দেখতে পাওয়া গেলেও, অন্তত এই বিষয়টি নক্কারজনক। প্রতিবাদের কারণে মিমিকে, এক ব্যক্তি ঠিক এই কথাই বলেন, "ধর্ষণটা মিমির সাথে হলে খুব ভালো হতো।" অভিনেত্রী নজর এড়ায় নিয়ে ধরনের ঘৃণ্য মন্তব্য। তিনি সমাজ মাধ্যমে সেই কমেন্টটি শেয়ার করে লিখেছেন, "আমরা কিসের জন্য লড়াই করছি?" পাশাপাশি আরেকটি মন্তব্য চোখে পড়লো, যেটি দেখলে শিউরে উঠতে হয়। ভয়ংকর সেই মন্তব্য দেখে এইটুকু অন্তত প্রমাণিত, যেখানে একজন তারকার সম্মান সুরক্ষিত নয়, সাধারণ মানুষদের আর কি হবে।
আরও পড়ুন - Kaushiki Chakraborty: রাতে কমবে মেয়েদের শিফট? ছেলেভোলানো কথাবার্তা মানতে নারাজ কৌশিকী
সেই মন্তব্যে ঠিক এমনটাই লেখা ছিল, "শুধুমাত্র মিমি একটা মেয়ে বলে তাকে গালাগালি করতে পারছি না। নইলে এতক্ষনে দেখিয়ে দিতাম। মিমির সঙ্গে এই ঘটনা যদি ঘটতো, তাহলে তাকে দশ লাখ টাকা দিয়ে দিতিস? তাহলে বল মিমিকে আমার রুমে পাঠিয়ে দিস। আমিও দশ লাখ টাকা দিয়ে দেবো পরিবারকে।" এই মন্তব্যটি দেখে মিমি যেন ভাষা হারিয়েছেন। তিনি সমাজ মাধ্যমে লিখেছেন...
"আমরা একজন মেয়ের জন্য জাস্টিস চাইছি তাই না? এগুলো তারই কিছু নমুনা মাত্র। যেখানে ধর্ষণ জনিত হুমকি কিছু সাধারণ বিষধর মানুষের থেকে। এরাই আবার মুখোশের আড়ালে মেয়েদের হয়ে লড়াই করছেন। কোন ধরনের শিক্ষা পান ধরনের বাড়ির ছেলেরা?"
মিমি চুপ তো থাকলেন না। উল্টে, টুইটারে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জানালেন। পাশাপাশি মুখোশ খুলে এলেন এমন ধরনের কালপ্রিটদের। সারা রাজ্য তথা দেশ আন্দোলনে সামিল হলেও, এ কথা অস্বীকার করার নয়, প্রচুর মেয়েদের তরফ এমন অভিযোগ ও আসছে, যে আন্দোলনে সামিল হচ্ছেন এমন কিছু পুরুষও, যারা একদম নারী স্বাধীনতার বিরুদ্ধে।
উল্লেখ্য মিমিকে এই ঘৃণ্য হুমকি পেতে দেখে আওয়াজ তুলেছেন সৃজিত মুখোপাধ্যায়। তিনি জানিয়েছেন, "তারকাদের ঘেন্না করবেন নিশ্চিন্তে করতে পারে, কিন্তু ভেবে চিন্তে করুন। কারণ জেলে ইন্টারনেট নাও পেতে পারেন।"