/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/mimi-1.jpg)
বড় সিদ্ধান্ত মিমির।
সন্তানের জন্য মায়েরা কি না করতে পারে? অন্তত ফের একবার প্রমাণ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। বরাবরই তিনি নিজের বাচ্চাদের নিয়ে তিনি চিন্তায় থাকেন। এবার, এক বিশেষ ঘোষণা করলেন।
দুটি চারপেয়ের মা তিনি। এক সন্তান চিকু দৈহিকভাবে আর না থাকলেও মায়ের মনের কাছে সবসময়ের জন্য রয়ে গিয়েছে। ঠিক সন্তানকে যেমন সকলে আগলে রাখেন, মিমির কাছে তারা ঠিক তেমন। তাই তো, চিকু চলে যাওয়ার পর তিনি একদম ভেঙে পড়েছিলেন। আরেক সন্তান ম্যাক্সকে নিয়েই নিজের দুনিয়া সাজিয়েছেন তিনি। গতকাল, চিকুর জন্মদিন উপলক্ষে অনেকের শুভেচ্ছা পেয়েছেন।
মিমি আজও মনে করেন, তাঁর জীবনের এক বিরাট গাইডিং লাইট হয়ে রয়েছে চিকু। যেখানেই থাকুক না কেন মায়ের সঙ্গে সবসময় হেঁটে চলেছে সে। তাই তো, সন্তানের জন্মদিনে বিরাট সিদ্ধান্ত নিলেন তিনি। নিজের সমাজ মাধ্যমে শেয়ার করলেন সেসব তথ্য। লিখছেন...
আমার ছেলের আজ জন্মদিন। তাই ওর জন্মদিনে আমি বিশেষ কিছু করতে চাই। আমি একজন চারপেয়ে বাচ্চাকে দত্তক নিতে চাই। দয়া করে আমায় মেসেজ করবেন। বাচ্চাটির সমস্ত তথ্য দিয়ে জানাবেন। অভিনেত্রী নতুন একটি বাচ্চা না কিনে যে, কাউকে এডপ্ট করবেন এতেই অনেকে তাঁকে বাহবা দিয়েছেন। এবং এরপর তাঁর আরেক ছেলে ম্যাক্স নতুন সদস্যকে কীভাবে বন্ধু হিসেবে নেয় সেটাই সময় বলবে।
উল্লেখ্য, কিছুদিন আগেই তিনি ঘুরে এসেছেন দুবাই থেকে। সেখানে আকাশে ঘুরে বেড়িয়েছেন তিনি। অর্থাৎ স্কাই ডাইভিং করেছেন। রক্তবীজ সিনেমায় তাঁর চরিত্র অর্থাৎ সংযুক্তা মিত্রকে বেজায় ভালবেসেছেন সকলে। বিশেষ করে, বর্ধমান শহরে এমন একজন এসপি, আশা করতে দোষ নেই বলছেন অনুরাগীরা।