Advertisment
Presenting Partner
Desktop GIF

Mimi Chakroborty: 'এর থেকে বাঁচা অসম্ভব...', শারীরিক অসুস্থতার কথা জানালেন মিমি চক্রবর্তী

Mimi tollywood news: কী হয়েছে মিমি চক্রবর্তীর? অভিনেত্রীর শরীর ভাল নেই?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mimi chakraborty health update actress tollywood news

Mimi News-কী হয়েছে মিমির? ছবি- ইনস্টা

তাঁর জীবনের অন্যতম সাফল্য পেয়েছেন গতকাল। রক্তবীজ ( Raktabeej ) প্রায় ১০০ দিন ধরে হলে চলছে। পুজোতে রিলিজ করেছিল অনেকগুলো বাংলা ছবি। তারপর থেকে অনেক ছবি এসেছে, অনেক ছবি গিয়েছে... কিন্তু, শিবু নন্দিতার এই ছবি যেন ভীষণ রকম জনপ্রিয়তা পেয়েছে দর্শকমহলে। সেই ছবির মুখ্য ভুমিকায় মিমি চক্রবর্তী ( Mimi Chakraborty )। পুলিশ অফিসারের চরিত্রে দারুণ নজর কেড়েছিলেন তিনি, কিন্তু আজ!

Advertisment

এবছর প্রথমবারের মত ছবি রিলিজ করেছিল তাঁদের। আর প্রথম পুজো রিলিজের বাজিমাত। কিন্তু, এত সাফল্যের পর মিমির এ কী কাণ্ড! অভিনেত্রী, গতকাল বিশেষ স্ক্রিনিং উপলক্ষে হাজির ছিলেন, আর আজ বেলা গড়াতেই শরীর খারাপ। যদিও শরীরের কোনও দোষ নেই। অভিনেত্রী একসঙ্গে যেমন সিনেমার কাজ করছেন, তেমনই কাজ করছেন মিউজিক ভিডিওর। তাঁর গানের প্রতিভার পরিচয় আগেও পেয়েছিলেন অনেকে। তবে, এবার শরীর খারাপ করে বসে আছেন তিনি।

Mimi chakraborty health update actress tollywood news<br />

আরও পড়ুন - Mimi Chakraborty: ‘আমার বাড়ির চৌহদ্দিতে যেন না দেখি..’, জোরালো হুঁশিয়ারি মিমি চক্রবর্তীর

কী হয়েছে মিমির?

শীতের পড়ন্ত বেলায় একটু আলসেমি লাগা খুব স্বাভাবিক। তবে, এবার অভিনেত্রীর বেশ জোরদার একটি সমস্যায় ধরেছে। কথায় বলে, যার মাইগ্রেন আছে তাঁর আর কিছুর প্রয়োজন পড়ে না। আর এই শত্রুর ঘেরাটোপে এবার মিমি চক্রবর্তী।

অভিনেত্রী বাঁকা ঠোঁটে, মন খারাপ করে জানিয়েছেন তাঁর কী হয়েছে। সঙ্গী ওষুধের শিশি। অভিনেত্রী লিখছেন, "মাইগ্রেন থেকে বাঁচা মুশকিল না, বরং অসম্ভব।" শরীর খারাপ যেহেতু তাই মন মেজাজ ভাল নেই তাঁর, এটুকু পরিষ্কার।

উল্লেখ্য, কিছুদিন আগে অভিনেত্রী তাঁর বাড়ির চারপেয়েদের হয়ে জানিয়েছিলেন, যারা এই সন্তানদের সহ্য করতে পারেন না তারা যেন তাঁর বাড়ি থেকে দূরে থাকেন। সামনে আরও নতুন কাজ, অভিনেত্রী তাঁর ওয়েব ডেবিউতেও দারুণ প্রশংসা পেয়েছেন।

mimi chakrabarty tollywood Entertainment News
Advertisment