/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/mimi.jpg)
mimi chakraborty: মিমির সাহায্য নজর কেড়েছে সকলের...
সকাল থেকেই চলছে ভোট উৎসব! তারকারা একে একে যাচ্ছেন ভোট দিতে। অভিনেত্রী এবং প্রাক্তন সংসদ নিজের দায়িত্বেই নানা কাজ করলেন। তারপরেও জুটল অপমান।
বেলা গড়াতেই অভিনেত্রী গেলেন ভোট দিতে। মাকে সঙ্গে নিয়েই গণতন্ত্রের উৎসবে সামিল হলেন মিমি। আর, একদিকে নিজের ভোট দেওয়ার পাশাপাশি অভিনেত্রীকে দেখা গেল অন্যদের সাহায্য করতেও। সোজা ডেকে পুলিশের সঙ্গে কথা বলেন, তারপর...?
অভিনেত্রীর বুথের কেন্দ্রে একজন বয়স্ক মানুষকে তিনি সুযোগ করে দিলেন। যদিও, এমন নিয়ম রয়েছে বয়স্ক মানুষদের প্রথমে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। তারপরও মিমি তৎপরতার সঙ্গে যেভাবে সাহায্য করলেন। ভিডিওতে অভিনেত্রীকে পুলিশের উদ্দেশ্যে বলতে শোনা গেল...
আরও পড়ুন - Nusrat Jahan: সংসদ থেকে এক্কেবারে সাধারণ, লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন নুসরত জাহান
"স্যার একটু এদিকে শুনবেন? ওখানে একজন বয়স্ক মানুষ আছে। তাঁকে একটু আগে যাওয়ার সুযোগ করে দিন।" আর মিমির কথামতই সেই পুলিশ অফিসার নিজেই দায়িত্ব নিয়ে ব্যবস্থা করে দিলেন। কিন্তু এটুকু বলেই মিমি ক্ষান্ত হননি। বরং তাঁর হাত ধরে বুথে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন।
উল্লেখ্য, গতবার মিমি চক্রবর্তী নিজেও লোকসভা নির্বাচনে জিতে সংসদ পদে ছিলেন। কিন্তু এবার নির্বাচনের আগেই তিনি ইস্তফা দেন। ফলে, তাঁকে নিয়ে নানা শোরগোল হয়। যদিও, নিজের কথা থেকে সরেননি তিনি।
কিন্তু রাজনীতি থেকে সরে, মিমি অভিনয়ের দিকে আরও মন দিয়েছেন। আলাপ রিলিজ করেছিল কিছুদিন আগে। তাতেও মিমি প্রচুর প্রশংসা পান।