Advertisment

হাত কেটে রক্তারক্তি, ব্যান্ডেজ নিয়েই আরতি-নববর্ষ উদযাপন মিমির

বছরের শুরুতেই বিপদ ঘটিয়েছেন মিমি?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mimi chakraborty, mimi chakraborty injury, mimi chakraborty new photoes

হাত কেটে রক্তারক্তি মিমির

নতুন বছরের আগেই হাত কেটে রক্তারক্তি! ব্যান্ডেজ নিয়েই নববর্ষের বার্তা দিলেন মিমি চক্রবর্তী। গতকালই সোশ্যাল মিডিয়ায় হাত কাটার কথা জানিয়েছিলেন, কিন্তু নতুন বছরের শুরুটা আনন্দ না নিয়ে করলেই নয়।

Advertisment

চারিদিকে পরে আছে রক্ত, গভীর কেটেছে আঙ্গুল। বরফেও কমছিল না রক্তপাত। হাতে ব্যান্ডেজ নিয়েই তিনি নববর্ষের পুজো সারলেন। সোশ্যাল মিডিয়ায় গতকাল স্টোরি তে আপলোড করেছিলেন রক্তাক্ত হাতের ছবি, লিখেছিলেন... এই গরমে এটাও হতে হল। আর আজ সকাল হতেই, বাড়ির পুজো সেরে নববর্ষের শুভেচ্ছা জানালেন সকলকে।

আরও পড়ুন < বিয়ের পর প্রথম নববর্ষ, শশুরবাড়িতে আড্ডা-রান্নাবান্না! নস্টালজিক রূপসা চট্টোপাধ্যায় >

নিজে হাতে আরতি করলেন। বললেন, "নতুন বছর সকলের জীবনে যেন সবকিছু শুভ করে দিক। সব যেন ভাল হয়। গুরুজনদের আমার প্রণাম, ছোটদের ভালবাসা, সকলে ভাল থাকুন"। সঙ্গে রয়েছেন তাঁর চারপেয়ে সন্তান চিকু। এদিকে, অভিনেত্রীর হাতের পরিস্থিতি দেখে উদ্বিগ্ন অনেকেই। সকলেই তাঁর সুস্থতা কামনা করলেন।

অভিনেত্রী স্বস্তিকা দত্ত বললেন, নিজের যত্ন নাও, আর ব্যথা পেও না। মিমি এখন বেশ ব্যস্ত নিজের কাজ নিয়ে। রক্তবীজের শুটিং উপলক্ষে বেশ কিছুদিন বোলপুরে ছিলেন তিনি। তারমধ্যে নতুন বছরের শুরুতেই বিপদ ঘটিয়েছেন। নববর্ষের শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর আরোগ্য কামনা করেছেন ভক্তরা।

tollywood mimi chakrabarty Entertainment News
Advertisment