/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/mimi1.jpg)
Mimi and Shakib: মিমি এবং শাকিব- এক্সপ্রেস ছবিঃ শশী ঘোষ...
কলকাতায় এসেই শাকিবের সঙ্গে মিমির খুনসুটি! এপার বাংলার অভিনেত্রীকে আগেই তিনি সুন্দরী তকমা দিয়েছিলেন। আর এবার তাঁকে নিয়ে যা বললেন...
অভিনেত্রীর সঙ্গে শাকিবের এটাই প্রথম কাজ। আর তাতেই যে উরাধুরা নাচ নেচেছেন, সকলের মন জয় করে নিয়েছেন তারা। তারপর? গতকাল শহরে উপস্থিত ছিলেন শাকিব। তাঁর সঙ্গে দেখা গিয়েছিল মিমিকে। অভিনেত্রীর হাসি যেন থামছে না। নানা বিষয়ে কথা বলছেন তাঁরা। এমনকি এও বলেছেন, জয় বাংলার জয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/07/sm1.jpg)
কিন্তু, শাকিবকে যেই মিমিকে নিয়ে প্রশ্ন করা হল, তাতেই যেন থমকে গেলেন তিনি। মিমি কি সত্যিই দুষ্টু কোকিল? এই প্রশ্নই ছিল তাঁর কাছে। শাকিব যদিও বা প্রথমে বললেন, উত্তরটা ভেতরে গিয়ে দিচ্ছি। কিন্তু না! মিমি আগেই তাঁকে সতর্ক বাণী দিয়ে দিলেন। অভিনেত্রীর কথা রাখলেনও তিনি।
কারণ, মিমির আদেশ ছিল শাকিবের প্রতি। প্রশ্ন শুনেই শাকিব যখন হতভম্ব, মিমি সোজা বলে দিলেন, এইসব উত্তর দিও না কিন্তু! ওরা, যা পারবে তাই ছেপে দেবে, খুব সাংঘাতিক...তারপরেই চুপ করে যান শাকিব। দুজনে কাল শুধু প্রশ্নের উত্তর দিয়েছেন এমন না। বরং তাদেরকে একসঙ্গে নাচতে গাইতেও দেখা গিয়েছে।
উল্লেখ্য, বাংলাদেশে প্রথম কাজ মিমির। তাঁর পাশাপশি, এমন একটা উত্তেজিত চরিত্র। শাকিব অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ। সব মিলিয়ে বেশ ভালই চলছে এই ছবি।