scorecardresearch

আহত মিমি চক্রবর্তী! আঙুলে সেলাই, মান-অভিমান ভুলে আরোগ্য কামনায় শুভশ্রী

মিমির হাতে চোট দেখে উদ্বিগ্ন বন্ধু নুসরত-পার্ণো, সায়ন্তিকারাও। কী হল অভিনেত্রীর?

Mimi Chakraborty, Mimi Chakraborty accident, Mimi Chakraborty health update, Subhashree Ganguly, Raj Subhashree, Mimi Subhashree, মিমি চক্রবর্তী, আহত মিমি চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাজ শুভশ্রী, মিমি শুভশ্রী, টলিউডের খবর
শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী

সদ্য উইন্ডোজ-এর ব্যানারে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে ‘রক্তবীজ’-এর শুট শেষ করেছেন। তারপর দিন কয়েক ছুটির মেজাজে থাকতে না থাকতেই পয়লা বৈশাখের আগের রাতে ভয়ঙ্কর কাণ্ড! দুর্ঘটনার জেরে হাতে গুরুতর চোট। আঙুলে সেলাই। একেবারে ক্ষত-বিক্ষত অবস্থা! নিজের এমন শারীরিক পরিস্থিতির ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই উদ্বিগ্ন মিমি-ভক্তরা। ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরাও দ্রুত আরোগ্য কামনা করেছেন।

দুর্ঘটনার কথা ইনস্টাগ্রামে আগেই জানিয়েছিলেন মিমি। তবে মঙ্গলবার বেশ কিছু ছবি দিয়েছেন। যেখানেই দেখা গেল অভিনেত্রীর এক হাতে আর্ম স্লিংয়ে। চোট এতটাই গুরুতর যে হাত ব্যান্ডেজ বেঁধে ড্রেসিংও করা রয়েছে। আরেকটি ছবিতে দেখা গেল আঙুলে গভীর ক্ষত এবং তাতে সেলাই পড়েছে। ব্যথা কমার জন্য ৭-৮ রকম ওষুধ খেতে হচ্ছে। আক্ষেপে ভরা ক্যাপশন। লেখা- “সবসময়ে তুমি যেরকম দিনটাকে প্ল্যান করো, সেরকম মোটেই যায় না।”

মিমির সেই পোস্টেই দেখা গেল উদ্বিগ্ন বন্ধুদের আরোগ্যবার্তা। যে তালিকায় রয়েছেন- পার্ণো মিত্র, নুসরত জাহান, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, মৌনী রায়, দর্শনা বণিক থেকে শুরু করে বিক্রম চট্টোপাধ্যায়, স্বস্তিকা দত্ত অবধি। আর সেখানেই অনুরাগীদের নজর কেড়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কমেন্ট। মিমির উদ্দেশে রাজ-ঘরণি লিখেছেন- “দ্রুত সুস্থ হয়ে ওঠো।”

[আরও পড়ুন: ‘পাঠান’-এর জন্য পারিশ্রমিক নেননি শাহরুখ! তুখড় বুদ্ধিতে ২০০ কোটি কামিয়েছেন একাই]

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কের জেরে একসময়ে মিমি-শুভশ্রীর বন্ধুত্বে ভাঙন ধরে। মিমির সঙ্গে বিচ্ছেদের পর শুভশ্রীকে বিয়ে করেন রাজ। সেইসময়ে টলিউডের ইন্দরে কান পাতলেই শোনা যেত, কোনও পার্টিতে নাকি দেখা হলে মিমি-শুভশ্রী একে-অপরকে এড়িয়ে যেতেন। এমনকী মুখ দেখাদেখিও বন্ধ ছিল! তবে এখন সেসব অতীত। রাজ-শুভশ্রীর ছেলে ইউভানের জন্মের পর মিমি তাঁর জন্য উপহারস্বরূপ পোশাকও পাঠিয়েছিলেন। মান-অভিমানের বরফ গলে এখন তাঁদের সুসম্পর্ক।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mimi chakraborty met an accident shares health update subhashree ganguly wishes speedy recovery