Mimi Chakraborty Trolled: নিজের ভাষা বলতে এত আপত্তি, এত সমস্যা? নিজের ছবির প্রিমিয়ারে বর্ষীয়ান পরিচালকের সঙ্গে বাংলা না বলাতেই মিমিকে চূড়ান্ত কটাক্ষ।
Advertisment
গতকাল ছিল মিমি চক্রবর্তী ( Mimi Chakraborty ) এবং আবীর চট্টোপাধ্যায় ( Abir Chatterjee ) অভিনীত আলাপ ছবির প্রিমিয়ার। সেখানে সেজেগুজে হাজির হলেন অভিনেত্রী। একের পর এক সব তারকা সেখানে ভিড় জমান। একে অপরের পাশে দাঁড়ানোর যেন সঠিক উদাহরণ দিচ্ছেন। আর সেখানেই ভাষা নিয়ে ঘটল নানা ঘটনা।
মিমির সঙ্গে সেখানে দেখা হয়ে গেল সুপারহিট পরিচালক রবি কিনাগীর। একসময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। জিৎ হোক বা দেব, তাঁদের সঙ্গে বহু হিট ছবি দিয়েছেন। আর এবার মিমির সঙ্গে তাঁর-ই দেখা হল। তাঁকে সামনে দেখেই স্যার বলে সম্বোধন করলেন মিমি। নানা হাল-হকিকত জানতে চাইলেন তিনি। হিন্দি ভাষায় কথোপকথন হল তাঁদের। পা ছুঁয়ে প্রণাম করলেন।
একজন পরিচালক যিনি এত বাংলা ছবি বানিয়েছেন, তিনি বাংলা জানেন না? তাহলে হিন্দিতে কথা বলছেন কেন? অভিনেত্রীর এহেন কাণ্ডকে অনেকেই নাটক বলে উল্লেখ করেছেন। কেউ বললেন…
"বাংলা বলতে লজ্জা লাগে মহানায়িকার"। আবার কারওর কথায়, "বাঙ্গালিরা একজোট হয়ে এবার গালাগাল করুন।" কেউ বললেন, "বাংলা বলতে এত কষ্ট?" আবার কেউ এও বললেন, "বাংলা ছবির পরিচালক সে নাকি বাংলা বলে না।" কেউ কটাক্ষ করে এও বললেন, "বহিরাগত।"