Daini: জ্বলছে আগুন, বাজছে খোল-করতাল, 'ডাইনি' বোনকে বাঁচাতে কাঠারি হাতেই ছুটলেন মিমি

Mimi Chakraborty - Daini: অভিনেত্রী মিমি চক্রবর্তী রুদ্ধশ্বাস পারফরমেন্স বহু দিয়েছেন। অনেক স্ট্রং চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। কখনও পুলিশ আবার কখনও উকিল, তবে এবার বোনের জন্যও লড়াই করবেন প্রকাশ্যে। ময়দানে তিনি নেমে পড়েছেন কাঠারি হাতে।

author-image
Anurupa Chakraborty
New Update
Mimi Chakraborty new series daini trailer launch yesterday delivery a stellar performance

Mimi-Daini: বোনকে বাঁচাতে যা করলেন মিমি... Photograph: (Instagram)

Mimi-Daini: একটা গ্রাম, চারপাশের অন্ধকার কুসংস্কারে বেঁচে থাকা বহু মানুষ, আর তাঁদের সামনে ' ডাইনি '। আর সেই উল্লেখিত ডাইনি যদি পরিবারের কেউ হয়, তাহলে? সমাজের কু সংস্কারের শিকার এক মানুষ, যে বড্ড আপন, যার জন্ম সেই নাড়ি থেকেই, তাঁকে কি বাঁচানোর চেষ্টা করা যায় না? চেষ্টা করতে তো ক্ষতি নেই।

Advertisment

অভিনেত্রী মিমি চক্রবর্তী রুদ্ধশ্বাস পারফরমেন্স বহু দিয়েছেন। অনেক স্ট্রং চরিত্রে তাঁকে দেখা গিয়েছে। কখনও পুলিশ আবার কখনও উকিল, তবে এবার বোনের জন্যও লড়াই করবেন প্রকাশ্যে। ময়দানে তিনি নেমে পড়েছেন কাঠারি হাতে। সামনে তাঁর ছোট বোন। যাকে ডাইনি হিসেবে মেরে ফেলার পরিকল্পনা চলছে। গ্রামের মানুষের বিশ্বাস, সেই মহিলা বেঁচে থাকলে গ্রামের প্রতিটা ঘরে ঘরে মানুষ মরবে। ছোট বোনের স্বার্থেই নিজের স্বার্থ ত্যাগ করে লড়তে ব্যস্ত সে।

মিমি যেন বোনের জন্য সবকিছুই করতে পারেন। তাঁকে সুস্থ রাখতে সুরক্ষিত করতে যেমন সমাজের বিপরীতে যেতে পারেন, ঠিক তেমনই কাউকে মেরেও ফেলতে পারেন। নিজে হাতে তাঁদের শাস্তি দিতে পারেন। আসলে, সবটাই ঘটেছে ডাইনি সিরিজে। গতকাল প্রকাশ্যে এসেছে এই সিরিজের ট্রেলার। যেখানে মিমি চক্রবর্তী রয়েছেন পাতার ভূমিকায়। একবার বোনকে ছেড়ে চলে যাওয়ার পর, নিজের সম্পত্তির স্বার্থেই যখন সে বোনকে খুঁজতে ফিরে আসে, তখনই সে দেখে পায় তাঁর সঙ্গে হওয়া অন্যায়ের রূপ। তাঁর বনুকে ডাইনি হিসেবে মেরে ফেলার পরিকল্পনা চলছে, এমনটা দেখেই তাঁর আত্মা কেঁপে ওঠে।

Advertisment

বোনকে বাঁচাতে সে কী কী করতে থাকে, এই নিয়েই গল্প। তাঁর কর্মকাণ্ডের জেরে যে গোটা গ্রামে তাণ্ডব শুরু হয়ে যাবে, এই নিজেও তাঁর পরোয়া নেই। বরং, এতবছর বোনকে একা ফেলে রেখে আসার পর, এতদিনে তিনি বুঝতে পারেন যে তাঁকে একা ফেলে রাখা উচিত হয়নি। মিমি পাতা হিসেবে কতটা সাংঘাতিক অভিনয় ডেলিভার করেছেন, তাতে মুগ্ধ অনেকেই। বেশিরভাগ এমনই বলছেন, যে মিমি অন্তত এবার হতাশ করবেন না সিরিজের মাধ্যমে। আবার কেউ বলছেন, আশা করছি, দারুণ কিছু উপহার পেতে চলেছি।

উল্লেখ্য, এইবছর মিমি আসতে চলেছেন রক্তবীজ ২ নিয়ে। বছর দুয়েক আগে পুজোয় স্টেলার পারফর্ম করেছিল রক্তবীজ। সেখানে সংযুক্তা হিসেবে কাজ করেছিলেন তিনি। আবারও এবার পুজোয় ধামাকা আসতে চলেছে।

tollywood web series entertainment Entertainment News Mimi Chakraborty tollywood news Tollywood Actress Entertainment News Today