/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/mimi2.jpg)
Mimi Chakraborty- কীভাবে ফেরত পেলেন সেই জিনিস মিমি?
Mimi Chakraborty news: ঘুরতে গিয়েই খোয়া গেল বহুমূল্য জিনিস। মিমি চক্রবর্তী যেভাবে নিজের পছন্দের জিনিস ফেরালেন অভিনেত্রী, যেন নিজেই বিশ্বাস করতে পারলেন না।
মাকে নিয়ে বৃন্দাবন ঘুরতে গিয়েছেন মিমি। সেখানে যে কী পরিমাণে লেজ বিশিষ্টদের উৎপাত, একথা অনেকেই জানেন। মিমিও পড়লেন তাদের খপ্পরে। প্রথমে মিমির মায়ের চশমা পাকড়াও করে তাঁরা পালালেন। আর তারপর মিমির। আসলে, বৃন্দাবনে বাঁদরদের পাল্লায় পড়লে আর রক্ষে নেই। নিয়মই রয়েছে কোনও জিনিস নিয়ে সেখানে ঘোরা দায়। আর, এবার মিমি তাদের ডেরায় যেতেই...
সোজা, মিমির চশমা নিয়ে ধা সে। আর গিয়েছে যে গিয়েছেই। ফেরার আর কোনও প্রয়োজন নেই। বরং, সে সানগ্লাস হাতে নিয়েই বসে রয়েছে। মিমিকে বলতে শোনা গেল, আমার চশমা নিয়ে পালালি? এটা কি খাবার জিনিস নাকি? শুধু এটুকুই নয়। বরং জিনিস ফেরত পেতে অবলম্বন করলেন নিজের পন্থা। বৃন্দাবনে সকলেই সেই একই পন্থা অবলম্বন করেন।
আরও পড়ুন - Mimi Chakraborty: সাংসদ পদ ছাড়তেই মাথায় বাজ? কাছের সদস্যের জন্য হাপুস নয়নে কাঁদছেন মিমি!
ফ্রুটি নিয়ে বানরের পিছনে পিছনে দৌড়লেন তিনি। অবশেষে ফ্রুটি পেয়ে সে ছেড়ে দিল মিমির চশমা। বরং, বলা উচিত ডিল করলেন মিমি। আর তাঁর এই কান্ড দেখে হেসে খুন নেটপাড়া। তারা বলছেন...
ও কি হিন্দি বোঝে নাকি? আবার কেউ বলছেন, আপনি বাংলার দিদি যোগী রাজ্যে এসেছেন, তাই এই কান্ড। আবার কেউ বলছেন, কী ভাল বাঁদর! চশমা দিয়ে দিল। মিমি যে এই ঘটনায় বেশ মজা পেয়েছেন সেও পরিষ্কার।