Advertisment
Presenting Partner
Desktop GIF

রাজনীতি-সিনেমার সেটে একে অন্ত প্রাণ! তবুও বন্ধুত্ব, সততা নিয়ে 'দ্বিমত' মিমি-নুসরত

বন্ধুত্বের সমীকরণ কি বদলালো? অভিনেত্রীদের ইনস্টাগ্রাম স্টোরিতে বন্ধুত্ব, সততা আর বিশ্বাসঘাতকতার উল্লেখ দেখে জোর গুঞ্জন।

author-image
IE Bangla Web Desk
New Update
mimi nusrat

ব্যক্তিগত জীবন, রাজনীতির ময়দান থেকে সিনেমার সেট… মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) এবং নুসরত জাহান (Nusrat Jahan) যেন একে অন্ত প্রাণ। তাঁদের বন্ধুত্বের কথা সবারই জানা। একে-অপরকে আবার আদর করে 'বনু' বলেও সম্বোধন করেন। দিন কয়েক আগেই দিদি নম্বর ওয়ান-এর মঞ্চে মিমির জন্য পাত্র খোঁজার আবেদন রেখেছিলেন নুসরত। সবমিলিয়ে দুই বন্ধুর জমজমাট রসায়ন। কিন্তু এবার কি সেই সমীকরণে বদল এল? প্রশ্ন তো উঠছেই। নেপথ্যে দুই তারকা-সাংসদের ইনস্টাগ্রাম স্টোরি। অনুরাগীরা তো এমনটাই বলছেন।

Advertisment

মিমির লেখা স্টেটাস বলছে, "মিথ্যাচার করলে সকলেরই প্রিয় হয়ে ওঠা যায়, আর সমস্যাটা হয় যখন কেউ সততার পথে হাঁটে। তখন সে সকলের কাছেই অপ্রিয় হয়ে ওঠে।" ইনস্টাস্টোরিতে তাঁর এহেন জীবনদর্শনের পরই নুসরত জাহান দু'টি ইনস্টাস্টোরি আপলোড করেন। যার বিষয়বস্তুও অদ্ভূতভাবে 'বন্ধুত্ব' এবং 'সততা'। নুসরতের কথায়, "কিছু মানুষ একটু স্পটলাইটে আসার জন্য দীর্ঘকালের বন্ধুত্বকেও নির্দ্বিধায় ঠকাতে পারে।" এরপরের স্টেটাসেই উল্লেখ করেন 'সততা'র কথা। সেটাতে লেখা- "জীবনে কে তোমার সামনে সততা দেখাল, সেটা গুরুত্বপূর্ণ নয়, তবে কে তোমার অনুপস্থিতিতেও সততা দেখাবে, সেটাই আসল।"

publive-image

নুসরতের সোশ্যাল অ্যাকাউন্টে এহেন দর্শন নজর এড়ায়নি নেটজনতার! ব্যস, অমনি প্রশ্ন উঠতে শুরু করে যে, সাংসদ-অভিনেত্রী এক্ষেত্রে কোন বন্ধুর ঠকানোর কথা বলতে চেয়েছেন? কারণ, আপাতদৃষ্টিতে মিমি-নুসরত দু'জনের ভার্চুয়াল বক্তব্য পরস্পর বিরোধী। মিমি যখন সততার কথা বলছেন, নুসরত তখন উল্লেখ করেছেন বন্ধুত্বের কথা, বিশ্বাসঘাতকতার কথা। একই সময়ে দুই বান্ধবীর এই এমন পরস্পরবিরোধী পোস্ট কি নিছকই কাকতালীয় না, এর নেপথ্যে রয়েছে কোনও বিশেষ কারণ? নাকি 'ইউভ'-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে টলিপাড়ার অন্য এক নায়িকার নাম নিয়ে গুঞ্জন শুরু হওয়ায় মনোক্ষুণ্ণ নুসরতের? উত্তর কিন্তু অধরাই।

Nusrat Jahan Mimi Chakraborty
Advertisment