মায়ের কথা না শুনলে কী হয়? তারকাদের মায়েরা কি তাদের কোনওরকম শিক্ষা এখনও দেন? অন্তত, মিমি চক্রবর্তী নিজেই স্বীকার করলেন সেকথা! মিমির কথায় ফুটে উঠল সেসব সত্যতা।
Advertisment
যাহা বলিব সত্য বলিব, নতুন সিরিজের সঙ্গেই ওয়েব ডেবিউ করছেন তিনি। হইচইয়ের সঙ্গে এই প্রথম তাঁর কাজ। টোটা রায়চৌধুরীর সঙ্গে কাজ করছেন। সেই চোখের বালি দেখে বিহারীকে মনে ধরেছিল তাঁর। মিমি বলেন, আমি টোটা দাকে যখন দেখছিলাম, খালি ভাবছিলাম সেই মানুষটা একটুও বদলালো না। এক্কেবারে একরকম রয়েছেন তিনি। কিন্তু,
বরাবরের ঠোঁটকাটা মিমি, একথাও বলেন জীবনে চলতে গেলে সবসময় সত্যি কথা বলার পক্ষপাতী তিনি আসলেই কিনা। অভিনেত্রীর কথায়, মুখের ওপর সত্যি কথা বলে, তিনি অনেক মানুষকে হারিয়েছেন। তাঁর ঠোঁটকাটা স্বভাবই কি তাঁকে অনেকটাই অন্যরকম করে তুলেছে? মিমি বললেন...
"আমি এমনই সকলের চক্ষুশূল! যেহেতু মুখের ওপর সত্যিটা বলি, আমায় অনেকেই সহ্য করতে পারে না। দেখ, সত্যি বলা অপরাধ নয়। কিন্তু, অনেকেই আছে তোমায় বলবে, আমায় সত্যিটা বলিস তো, কিন্তু যেই বলবে ওমনি তাদের মুখ ভার হয়ে যাবে। আমি আমার জীবনের অনেক কাছের মানুষকে হারিয়েছি সত্যি কথা বলে। তাতে আমার কোনও দ্বিধা নেই। কিন্তু আমার মা এখন বলেন, যে সবসময় মুখের ওপর সত্যিটা বললেই হয় না, অন্যভাবে বলা যায়। যদিও সেই চেষ্টা এখন আর করি না..."
উল্লেখ্য, গতকাল এই একই অনুষ্ঠানে নানা প্রসঙ্গ উঠে আসে। দুজনে দুজনকে স্ক্রিনে এক ইঞ্চি জায়গা ছেড়ে দেননি সেকথাও বলেন মিমি। টোটা বলেন, আমরা দুজনেই ঋতুপর্ণ ঘোষের স্কুলের ছাত্র, এই একটাই মিল রয়েছে তাঁদের।