Mimi chakraborty - toofan Premier: সারাদিনে কথা বলতে গিয়ে মানুষ বাংলায় কটা শব্দ বলেন, আর ইংরেজিতে কটা শব্দ বলেন, সেটি হিসেবে আসবে না। কিন্তু কোনও তারকা যদি ইংরেজীতে বেশি কথা বলেন, অথবা ভুল কথা বলেন সেই নিয়েও আলোচনা কিংবা কটাক্ষ কম হয় না। এবার সেই নিয়েই তুফান তুললেন মিমি।
Mimi chakraborty - toofan Premier: সারাদিনে কথা বলতে গিয়ে মানুষ বাংলায় কটা শব্দ বলেন, আর ইংরেজিতে কটা শব্দ বলেন, সেটি হিসেবে আসবে না। কিন্তু কোনও তারকা যদি ইংরেজীতে বেশি কথা বলেন, অথবা ভুল কথা বলেন সেই নিয়েও আলোচনা কিংবা কটাক্ষ কম হয় না। এবার সেই নিয়েই তুফান তুললেন মিমি।
তুফানের প্রমোশনে গিয়ে খুব কাটাকাটা কথা বলেন মিমি। এসব ভাষাতেই যেন, তিনি জানিয়ে দিলেন কোনটা ভুল কোনটা ঠিক। বাংলা নিয়ে যাদের আন্তরিক ভালবাসা, তাদেরকে চুপ করিয়ে দিলেন।
Advertisment
সারাদিনে কথা বলতে গিয়ে মানুষ বাংলায় কটা শব্দ বলেন, আর ইংরেজিতে কটা শব্দ বলেন, সেটি হিসেবে আসবে না। কিন্তু কোনও তারকা যদি ইংরেজীতে বেশি কথা বলেন, অথবা ভুল কথা বলেন সেই নিয়েও আলোচনা কিংবা কটাক্ষ কম হয় না। এবার সেই নিয়েই তুফান তুললেন মিমি।
"একটা ছোট কথা না বললেই নয়! আমি এখনি যদি ইংরেজিতে কথা বলি, লোকে বলবে এমা! দেখেছ ইংরেজিতে বলল, এমা, দেখেছ! হিন্দিতে বলল। কিন্তু যারা বাংলা ভাষা নিয়ে এত কথা বলে, তারা কিন্তু সিনেমাহলে গিয়ে বাংলা ছবি দেখেন না। আমি এটুকুই বলতে পারি, বাংলা ভাষাকে যদি ভালবাসেন তাহলে দয়া করে বাংলা ছবি হলে গিয়ে দেখুন। আশা করছি সেটাই ভাল হবে।"
এক্সপ্রেস ছবি- শশী ঘোষ
উল্লেখ্য, বাংলদেশে বিরাট সাফল্য পায় এই ছবি। তাঁর পাশাপশি বিদেশেও যথেষ্ট সাফল্য পাচ্ছে শাকিবের এই ছবি। আর এবার ভারতে রিলিজের পালা। এই ছবি আদৌ কতটা সফলতা পায় সেটাই দেখার।
Mimi Chakraborty: 'এতই যদি বাংলাকে ভালবাসেন তবে...', তুফানের প্রিমিয়ারে কাটা কথায় ঝড় তুললেন মিমি
Mimi chakraborty - toofan Premier: সারাদিনে কথা বলতে গিয়ে মানুষ বাংলায় কটা শব্দ বলেন, আর ইংরেজিতে কটা শব্দ বলেন, সেটি হিসেবে আসবে না। কিন্তু কোনও তারকা যদি ইংরেজীতে বেশি কথা বলেন, অথবা ভুল কথা বলেন সেই নিয়েও আলোচনা কিংবা কটাক্ষ কম হয় না। এবার সেই নিয়েই তুফান তুললেন মিমি।
Mimi chakraborty - toofan Premier: সারাদিনে কথা বলতে গিয়ে মানুষ বাংলায় কটা শব্দ বলেন, আর ইংরেজিতে কটা শব্দ বলেন, সেটি হিসেবে আসবে না। কিন্তু কোনও তারকা যদি ইংরেজীতে বেশি কথা বলেন, অথবা ভুল কথা বলেন সেই নিয়েও আলোচনা কিংবা কটাক্ষ কম হয় না। এবার সেই নিয়েই তুফান তুললেন মিমি।
Mimi Chakraborty- তুফানের প্রিমিয়ারে কী বললেন মিমি? এক্সপ্রেস ছবি- শশী ঘোষ
তুফানের প্রমোশনে গিয়ে খুব কাটাকাটা কথা বলেন মিমি। এসব ভাষাতেই যেন, তিনি জানিয়ে দিলেন কোনটা ভুল কোনটা ঠিক। বাংলা নিয়ে যাদের আন্তরিক ভালবাসা, তাদেরকে চুপ করিয়ে দিলেন।
সারাদিনে কথা বলতে গিয়ে মানুষ বাংলায় কটা শব্দ বলেন, আর ইংরেজিতে কটা শব্দ বলেন, সেটি হিসেবে আসবে না। কিন্তু কোনও তারকা যদি ইংরেজীতে বেশি কথা বলেন, অথবা ভুল কথা বলেন সেই নিয়েও আলোচনা কিংবা কটাক্ষ কম হয় না। এবার সেই নিয়েই তুফান তুললেন মিমি।
অভিনেত্রী, প্রকাশ্যে যা বললেন তাতে অনেকেই সমঝে চলবেন! কেন কী বললেন তিনি? মিমির কথায়...
"একটা ছোট কথা না বললেই নয়! আমি এখনি যদি ইংরেজিতে কথা বলি, লোকে বলবে এমা! দেখেছ ইংরেজিতে বলল, এমা, দেখেছ! হিন্দিতে বলল। কিন্তু যারা বাংলা ভাষা নিয়ে এত কথা বলে, তারা কিন্তু সিনেমাহলে গিয়ে বাংলা ছবি দেখেন না। আমি এটুকুই বলতে পারি, বাংলা ভাষাকে যদি ভালবাসেন তাহলে দয়া করে বাংলা ছবি হলে গিয়ে দেখুন। আশা করছি সেটাই ভাল হবে।"
উল্লেখ্য, বাংলদেশে বিরাট সাফল্য পায় এই ছবি। তাঁর পাশাপশি বিদেশেও যথেষ্ট সাফল্য পাচ্ছে শাকিবের এই ছবি। আর এবার ভারতে রিলিজের পালা। এই ছবি আদৌ কতটা সফলতা পায় সেটাই দেখার।