Advertisment
Presenting Partner
Desktop GIF

Mimi Chakraborty: 'উনি আমায় স্টেজে ডাকলেন, এবং ..', মিমির শো থেকে ভাইরাল ছবি, তারপর?

Mimi Chakraborty Post: মিমি চক্রবর্তী তাঁর ভক্তদের ডাকে সাড়া দেবেন না এও আবার হয় নাকি? নিশ্চই না। একদিকে যেমন তিনি অভিনেত্রী তেমনই তিনি একসময় সাংসদ ছিলেন।

author-image
Anurupa Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
mimi2

Mimi News- মিমি যা করলেন...

মিমি চক্রবর্তীর অনুরাগী সংখ্যা নেহাতই কম নয়। তারকাদের জন্য অনুরাগীরা নানা কিছু করতে পারেন। কেউ কেউ তাঁদের বাড়ির সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন। আর কেউ কেউ তাঁদের এক ঝলক দেখার জন্য কত কী করে থাকেন। মিমির সঙ্গে এক অনুষ্ঠানের মঞ্চে যা হয়েছিল...

Advertisment

মিমি চক্রবর্তী তাঁর ভক্তদের ডাকে সাড়া দেবেন না এও আবার হয় নাকি? নিশ্চই না। একদিকে যেমন তিনি অভিনেত্রী তেমনই তিনি একসময় সাংসদ ছিলেন। মানুষের সেবা করার সঙ্গে সঙ্গে তিনি, তাঁদের উপকারে লেগেছেন বহুবার। কিন্তু, অভিনেত্রী বহুবার তারকা হিসেবেই তাঁদের মনের ইচ্ছে পূরণ করেছেন। আর এবার সমাজ মাধ্যমে যে ছবি তিনি পোস্ট করেছেন...

মিমি চক্রবর্তী স্টেজ শো করেন মাঝেমধ্যেই। তিনি যে বেশ ভাল গান গাইতে পারেন একথা অনেকেই জানেন। স্টেজ শো যখন করছেন, সেখানে যে অনেক ভক্তরা থাকবেন একথাও অনেকেই জানেন। এমন এক ঘটনার সাক্ষী থেকেছিলেন মিমি নিজেও। হাজারো হাজারো ভক্ত তাঁর সামনে দাঁড়িয়ে। মাঝখান থেকে উঁকি দিচ্ছে একটা প্ল্যাকার। যেখানে এক নিদারুণ আরজি নিয়ে অপেক্ষা করছেন এক ভক্ত।

আসলে ঘটনা বেশ কয়েকদিন আগের। আরামবাগে শো করতে গিয়ে মিমির এক ভক্ত আর্জি রেখেছিলেন তাঁর সামনে। যেখানে লেখা, মিমি ম্যাম, আমি কেবল আপনার একটি অটোগ্রাফ চাই। একরাশ হাসি নিয়েই মিনিট সামনে দাঁড়িয়ে ছিল সে। আর সেই ছেলেটিকে নজরে পড়তেই অভিনেত্রী তাঁকে স্টেজে ডেকে তাঁর পিঠে অটোগ্রাফ দেন। সেই ছবিই এতদিন পর শেয়ার করেছেন অভিনেত্রী।

যে ছবিতে সেই ভক্ত লিখেছিলেন, "আমি বিশ্বাস করতে পারছি না, যে আমার সঙ্গে এটা ঘটেছিল। আমার সবথেকে প্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে আমার দেখা হয়েছিল। তিনি আমায় স্টেজে ডাকেন এবং আমায় অটোগ্রাফ দেন। সেই ক্লাস ফাইভে যখন পড়ি, তখন মন জানে না ছবি থেকে আমি উনার ফ্যান হয়েছিলাম। আরামবাগে শো করতে গিয়েই  মিমি যে এমন এক অনুরাগীর দেখা পাবেন যেন আশা করেননি।

tollywood Tollywood Actress tollywood news Mimi Chakraborty
Advertisment