Advertisment
Presenting Partner
Desktop GIF

Mimi - Ankush: 'আমি তোর ওটা নিয়ে নিয়েছি বলে...', কেন অঙ্কুশের হাত-পা ভেঙে দেওয়ার সুযোগ খুঁজছেন মিমি?

Mimi Chakraborty - Ankush Hazra: দুজনে দুজনকে যেভাবে ট্রিট করেন, তাতে সমাজ মাধ্যমের বেশিরভাগ হেসে গড়াগড়ি। দুজনে বেশ ভাল বন্ধু, আর সেই ঝলক তাঁদের পোস্টে মাঝেমধ্যেই দেখা যায়।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
ankush mimi

Ankush-Mimi: ফের খুনসুটি অঙ্কুশ-মিমির...

অভিনেত্রী মিমি চক্রবর্তী ভীষণ স্পষ্টবাদী। সোজা কথা সহজ করেই বলতে ভালবাসেন। তাঁর সঙ্গে ইন্ডাস্ট্রিতে বেশ কয়েকটি যে বন্ধু রয়েছে তাঁর, তাঁদেরকে খুল্লাম খুল্লা যা মনে আসে তাই বলেন। এবারও তাঁর ব্যতিক্রম না।

Advertisment

অভিনেত্রীর বন্ধু অঙ্কুশ হাজরা, যার সঙ্গে তাঁর খুনসুটির সম্পর্ক, বলাই বাহুল্য মারপিটের সম্পর্ক। দুজনে দুজনকে যেভাবে ট্রিট করেন, তাতে সমাজ মাধ্যমের বেশিরভাগ হেসে গড়াগড়ি। দুজনে বেশ ভাল বন্ধু, আর সেই ঝলক তাঁদের পোস্টে মাঝেমধ্যেই দেখা যায়। অভিনেত্রী তো রং খেলার সময় মাটিতে ফেলে অঙ্কুশকে মেরেছিলেন।

আর এবার, একটি স্টোরি পোস্ট করেছিলেন মিমি। যেখানে দেখা যায়, একজন ডাক্তার একটি কঙ্কালের হাত পা ঠিক করার নামে সেগুলোকে এমনভাবে ভাঙছে, যেন আর জীবনে সেগুলো ঠিক না হয়। সেই কঙ্কালটিকে দেখানো হয়েছে একটি পেশেন্ট স্বরূপ। কিন্তু, এখানেই শেষ না...

সেই ভিডিও শেয়ার করেই মিমি লিখলেন, "ডাক্তারটা আমি আর পেশেন্ট হলি তুই, অঙ্কুশ।" আর এই ভিডিও অঙ্কুশের নজর এড়ায় নি। বরং পাল্টা মিমিকে সবসময় হাসির পাত্র করেন অঙ্কুশ। সেরকমই এবারও করলেন। এমন কিছু বলে বসলেন, যা শুনলে হাসতে বাধ্য হবেন বেশিরভাগ। অঙ্কুশ লিখলেন...

"কেবলমাত্র আমি তোর পরচুলটা পড়েছি বলে, তুই আমার সঙ্গে এরকম করবি?" এটুকু বলেই হেসে ফেলেন অঙ্কুশ। মিমি এবং অঙ্কুশ একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন। দুজনেই ভাল বন্ধু বেশ। এমনকি এক সাক্ষাৎকারে এও জানিয়েছিলেন, তিনি যদি কোনও নায়িকার মতো হতে চান, তবে সেটি মিমি। কারণ, মিমির মত হলে, তাঁকে খুব একটা বদলাতে হবে না।

উল্লেখ্য, সামনে মিমিকে দেখা যাবে ডাইনি সিরিজে। এটি তাঁর দ্বিতীয় ওয়েব সিরিজ। অন্যদিকে, অঙ্কুশ তাঁর নিজের প্রযোজনা সংস্থার দ্বিতীয় ছবি প্ল্যান করছেন। মির্জা সুপারহিট হওয়ার পর অঙ্কুশ আবারও নতুন কাজে হাত দিয়েছেন।

Tollywood Actress Ankush Hazra tollywood news Mimi Chakraborty
Advertisment