/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/mimi.jpg)
কী এমন উত্তর দিলেন মিমি?
এ মা পাগল নাকি? মিমি চক্রবর্তী কি এমন বললেন, যাতে পরবর্তীতে খেয়ে হারিয়ে ফেললেন নিজেই। অভিনেত্রীকে কি এমন প্রস্তাব দিলেন একজন যে এরম বিকট উত্তর দিলেন তিনি।
সমাজ মাধ্যমে বেশ সক্রিয় মিমি চক্রবর্তী মাঝেমধ্যে মজা করে থাকেন ভক্তদের সঙ্গে। অভিনয়ের পাশাপাশি তিনি গান গাইতে বেশ ভালোবাসেন। নিজের নতুন গান ও রিলিজ করে বেশ প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। কিন্তু সমাজ মাধ্যমে তাকে এমন কিছু বলতে শোনা গেল, যাতে নিজের প্রতিক্রিয়ায় সাংঘাতিক।
অভিনেত্রীকে একজন চায়ের প্রস্তাব দিলেন। ভালোবেসেই তাকে বললেন চা খেতে যাবেন? কিন্তু উত্তরের তিনি এরকম একটি প্রতিক্রিয়া দিয়ে বসবেন যেন উল্টোদিকে মানুষটিও ভেবে উঠতে পারলাম না। মিমি এমন উত্তর দিতে পারেন যেন স্বপ্নাতীত। চা খেতে যাওয়ার প্রস্তাব শুনে কী বললেন মিমি?
আসলে সম্পূর্ণ ঘটনাটি ঘটেছে হিন্দি ভাষায়। মিমি যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে একজন হিন্দিতে তাকে জিজ্ঞাসা করছেন, 'চায়ে পে চালোগে?' আর মিমি তারই প্রতিক্রিয়া দিয়ে বললেন, 'পাগল নাকি? চা এত তো গরম হয় তার ওপর দিয়ে চলব মানে?" আরে উত্তর দিয়ে মিমি নিজেই হেসে ফেলেন। নিজের কান্ডকীর্তিতে হাসি ধরছেনা তার। সেই ভিডিও শেয়ার করেই আমি লিখেছেন, আমাকে আগে থেকেই বলে দেওয়া হয়েছিল, চা খেতে যাবেন না।
উল্লেখ্য, গত বছর থেকে মিমির ক্যারিয়ারে বেশ অন্যরকম কিছু ঘটেছে। এক তো তিনি ওয়েব সিরিজে ডেবিউ করেছেন যাহা বলিব সত্য বলিব দিয়ে। তার আগে, রক্তবীজ বেশি প্রশংসা পেয়েছে। অন্যদিকে, আলাপ ছবিটির মাধ্যমে ও তার এবং আবিরের জুটিকে আরো একবার মান্যতা দিয়েছে দর্শক।