Advertisment
Presenting Partner
Desktop GIF

Mimi Chakraborty: মিমির দেখভালে খামতি রাখেন না যিনি, ১৩ বছরের সঙ্গীর জন্য বিশেষ আয়োজন অভিনেত্রীর

Mimi Chakraborty Post: মিমি চক্রবর্তী যার জন্য আজ বিশেষ আয়োজন করলেন, তাঁর অনেক ভূমিকা আছে মিমির জীবনে। যাঁর প্রতি কৃতজ্ঞতায় মাথানত করেছেন তিনি।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mim

Mimi's special person: মিমি কার জন্য করলেন এই আয়োজন

কাছের মানুষকে কী করে আপন করে নিতে হয়, সেকথা খুব ভালই জানেন মিমি চক্রবর্তী। অভিনেত্রী তাঁর জীবনে যারা খুব গুরুত্বপূর্ন ভূমিকা নিয়ে থাকেন তাঁদের কেয়ার পর্যন্ত করেন। এবারও, তাঁর ব্যতিক্রম না। কাছের বুলটির জন্মদিনের জন্য যা করলেন তিনি...

Advertisment

মিমি চক্রবর্তী যার জন্য আজ বিশেষ আয়োজন করলেন, তাঁর অনেক ভূমিকা আছে মিমির জীবনে। যাঁর প্রতি কৃতজ্ঞতায় মাথানত করেছেন তিনি। তাঁকে নিয়েই একটি অ্যাপ্রিসিয়েশন পোস্ট লিখলেন তিনি। অভিনেত্রী বেশ অনেকগুলো ছবি শেয়ার করলেন সমাজ মাধ্যমে। 

মিমির জীবনের শুধু না, তাঁর চারপেয়ে সন্তানদের জীবনেও বুল্টির ভূমিকা নিদারুণ। ১৩ বছর ধরে তাঁদের খেয়াল রাখছেন মিমি। সময়টা নেহাতই কম নয়। সেকারণেই, এবার যেন আরো বেশি করে মনে হচ্ছে মিমির। অভিনেত্রী লিখছেন..

"প্রশংসা পোস্ট এটা। ১৩ বছর আসলে আমার বন্ধু হওয়া থেকে শুরু করে যখনই আমি অসুস্থ হয়ে পড়ি, যখন আমার সবচেয়ে বেশি প্রয়োজন হয় তখন বিছানার পাশে জেগে থাকা। একজন বিশ্বাসী, সেরা শেফ তুমি। আমার সেরা তত্ত্বাবধায়ক এবং আমার চারপেয়ে সন্তানদের যেভাবে দেখেশুনে আগলে রেখেছ। তুমি তো চিকুর সবথেকে বেশি পছন্দের। আমার সমস্ত বন্ধুদের সাথে এক বিন্দু যোগাযোগ হওয়া থেকে শুরু করে আমার মেজাজের পরিবর্তনগুলি পরিচালনা করা পর্যন্ত। জীবনের সেরা মুহূর্ত এবং সেরা মুহুর্তগুলি দেখা থেকে শুরু করে। হ্যাঁ আমি আগেই বলেছি ১৩ বছর কম❤️ নয়।" 

উল্লেখ্য, মিমিকে আসন্ন সময়ে দেখা যাবে ডাইনি সিরিজে। গতবছর রক্তবীজ সুপারহিট হওয়ার পর, তাঁকে আবারও দেখা যায় আবীরের সঙ্গে আলাপ ছবিতে। মাঝে তাঁর সিরিজ রিলিজ করেছিল যাহা বলিব সত্য বলিব। তবে, এসবের মাঝে মিমি কিন্তু ব্যক্তিগত জীবন দারুণ সামলাচ্ছেন।  

 

 

tollywood mimi chakrabarty Tollywood Actress tollywood news
Advertisment