Mimi Chakraborty: গতকাল গিয়েছে মিমি চক্রবর্তীর জন্মদিন। অভিনেত্রী নিজের জন্মদিন উপলক্ষে তাঁর আসন্ন সিরিজ ডাইনির ঘোষণা করেছেন। এবং, এটি তাঁর দ্বিতীয় সিরিজ। শুধু তাই নয়, মিমি প্রতিবার নতুন কিছু করেছেন। এবারও দেখা যাচ্ছে, সেরকমই কিছু হতে পারে। কিন্তু, তাঁর সঙ্গে সঙ্গে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।
অভিনেত্রী যে এই ইন্ডাস্ট্রির বুকে খুব একটা প্রেম করেননি সেকথা সবাই জানেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও এখন তিনি আর কারওর সঙ্গে সম্পর্কে জড়াননি। এমনকি তিনি এও বলেছিলেন, যে ছোটবেলায় তাঁকে দিয়ে প্রেম হয়নি, কারণ তিনি লোকজনকে ধরে ধরে মারতেন। কারওর কাউকে মারার প্রয়োজন হলেই সে মিমিকে ডেকে নিয়ে যেত। তাহলে হঠাৎ মন ভাঙার কথা বললেন কেন তিনি? একটি শো করতে গিয়েই অভিনেত্রী জানালেন তাঁর মন ভাঙার কথা।
কী বলছেন তিনি?
আসলে, সম্প্রতি তাঁর নতুন একটি গান লঞ্চ হয়েছে। সেই প্রসঙ্গে বলতে গিয়েই তিনি জানান যে কেন, এবং ঠিক কী কারণে তিনি দুঃখের গান, মন ভাঙার গান শুনতে বেশি পছন্দ করেন। তাঁর সঙ্গে সঙ্গে জীবনের উপলব্ধির কথাও সকলের সঙ্গে ভাগ করে নিলেন। মিমি, এমনিতে ভীষণ স্পষ্ট কথার মানুষ। সহজ কথা সোজা করেই বলতে ভালবাসেন। তাই তো তিনি বলছেন...
অভিনেত্রীকে বলতে শোনা গেল, "আমার জীবনে মন ভাঙ্গাটা বেশি হয়েছে। সেই জন্য না আমি স্যাড সং বেশি পছন্দ করি। রোমান্টিক গানের থেকেও দুঃখের গান আমার বেশি পছন্দ। তাই আজকে যে গান নিয়ে কথা বলব, 'পড়লে মনে যেই...' আসলে আমার মনে কেউ পড়েনি, কিন্তু গানটা শুনলে অনেকেই অনেককে মনে করবেন। আমি আসলে খুব একটা রোমান্টিক গান লিখতে পারি না তো তাই।"
উল্লেখ্য, অভিনেত্রীর যে টলিপাড়ার বুকে সকলের সঙ্গে বন্ধুত্ব আছে, সে তো তবে সমাজ মাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। তাঁর কাছের বন্ধুর তালিকায় রয়েছেন অঙ্কুশ নিজেও।