/indian-express-bangla/media/media_files/2025/09/22/mimi-2025-09-22-19-49-07.jpg)
বেটিং অ্যাপ নিয়ে মুখ খুললেন মিমি...
/indian-express-bangla/media/media_files/2025/09/22/m1-2025-09-22-19-49-31.jpg)
তারকা যদি রাজনীতিবিদ হন, তবে তাঁকে নানা ক্ষেত্রে ভিন্ন সমস্যার শিকার হতে হয়। তবে, তারকা যদি রাজনীতি ছেড়ে দেন, তাহলেও কি তাঁকে এমন কিছু সমস্যার মধ্যে পড়তে হয়? মিমি চক্রবর্তী কিন্তু নিজের স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/m2-2025-09-22-19-50-00.jpg)
কিছুদিন আগেই অভিনেত্রীকে বেটিং অ্যাপ কাণ্ডে তলব করা হয়। শুধু তিনি একা নন, বরং ডেকে পাঠানো হয় আরেক তারকা অঙ্কুশ হাজরাকেও। এই প্রসঙ্গেই মিমি আজ মুখ খুলেছেন।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/m3-2025-09-22-19-50-41.jpg)
তৃণমূলের প্রাক্তন সংসদ রাজনীতি ছাড়লেও বিতর্ক তাঁর পিছু ছাড়েনি। সপ্তাহ খানেক আগেই তিনি দিল্লীতে ইডি অফিসে হাজির হন। সেখানেই বেটিং অ্যাপ কেসে নিজের বক্তব্য রাখেন। আর, আজ সমাজ মাধ্যমে নিজের কাজের প্রসঙ্গে সাফাই গাইলেন তিনি।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/m4-2025-09-22-19-51-10.jpg)
মিমির এবছর পুজোয় রিলিজ রক্তবীজ ২। ফলে এমনিতেই আলোচনায় অভিনেত্রী। এবং এছাড়াও নীল বিকিনিতে ঝড় তুলেছিলেন অভিনেত্রী। ফলে, মিমি এমনিতেও শিরোনামে। ইডি প্রসঙ্গে তিনি সমাজ মাধ্যমে লিখছেন...
/indian-express-bangla/media/media_files/2025/09/22/m5-2025-09-22-19-51-35.jpg)
নমস্কার, আমি আজ আপনাদের কাছে একটি অনুরোধ করছি এবং এই বিষয় নিয়ে সচেতনতা বাড়াতে আহবান জানাচ্ছি। ভারত সরকার সমস্ত ধরনের রিয়েল মানি গেমিং অ্যাপস ভারতে নিষিদ্ধ করেছে। এর মধ্যে অনুমতিহীনভাবে পরিচালিত অবৈধ বেটিং সাইটগুলিও অন্তর্ভুক্ত।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/m6-2025-09-22-19-51-55.jpg)
তিনি আরও বলেন, আমি সবাইকে অনুরোধ করবো এমন অবৈধ অ্যাপ থেকে দূরে থাকুন যা জুয়া বা বেটিংয়ের মতো কার্যকলাপের সাথে যুক্ত। এই ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তথ্য চুরি, সাইবার আক্রমণ ও অন্যান্য সাইবার প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/m7-2025-09-22-19-52-19.jpg)
মিমির কথায়, আমি কোনভাবেই এমন কোনও ব্র্যান্ডের সাথে যুক্ত নয় যারা এই ধরনের কার্যকলাপকে প্রচার করে। সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোন মাধ্যমে কোনও ধরনের বিজ্ঞাপন বা প্রচারে যদি আমার নাম বা ছবি ব্যবহার করা হয়, তা সম্পূর্ণভাবে অনুমতিহীন।
/indian-express-bangla/media/media_files/2025/09/22/m8-2025-09-22-19-52-42.jpg)
মিমির কথায়, আমি কোনভাবেই এমন কোনও ব্র্যান্ডের সাথে যুক্ত নয় যারা এই ধরনের কার্যকলাপকে প্রচার করে। সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোন মাধ্যমে কোনও ধরনের বিজ্ঞাপন বা প্রচারে যদি আমার নাম বা ছবি ব্যবহার করা হয়, তা সম্পূর্ণভাবে অনুমতিহীন।