/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/mimi_1a127a.jpg)
Mimi Chakraborty News- কী হয়েছিল মিমির সঙ্গে?
অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের সংসদ পদ ছেড়ে, নিজে কাজে ব্যস্ত। তিনি একদিকে যেমন একের পর এক ছবি সাইন করছেন তেমনই পোষ্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন। আর এবার, মন খারাপ অভিনেত্রীর।
অভিনেত্রীর দায়িত্ব কমেছে। এখন তিনি ব্যাক্তিগত জীবনে অনেকটাই সময় দিচ্ছেন। কানাঘুষো খবর, তিনি নাকি বিয়েও করতে চলেছেন। যদিও, এই খবর হাওয়ায় উড়িয়েছেন তিনি। কিন্তু, মন খারাপ কেন তাঁর? বাংলাদেশে ছবি সাইন করেছেন। শাকিব খানের বিপরীতে তাঁকে দেখা যেতে চলেছে।
অভিনেত্রী তাঁর চারপেয়ে পোষ্যকে নিয়ে বেজায় চিন্তিত। তাঁর একটি হাস্কি রয়েছে। একটি ল্যাব এবং একটি ভারতীয় ব্রিড। গত কিছুদিন ধরে শোনা যাচ্ছে, বেশ কিছু কুকুরের ব্রিড ভারতে ব্যান করে দেওয়া হয়েছে। আর তাতেই মিমি চক্রবর্তীর মন খারাপ। তাঁর যেহেতু উলফ ব্রিডের একটি কুকুর আছে, তাই অভিনেত্রীর মন খারাপ। অভিনেত্রী, নিজের চারপেয়ে সন্তানের ছবি শেয়ার করে লিখলেন...
আরও পড়ুন - Shah Rukh Khan: ‘ঘুষ নেবেন না, সৎ থাকুন…’, ভোটের উত্তাপে রাজনীতিবিদদের কড়া নির্দেশ শাহরুখের!
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/image_b304af.png)
"হাস্কিস এখন থেকে ব্যান করে দেওয়া হল।" বলেই কান্নার ইমোজি জুড়েছেন তিনি। চারপেয়েদের নিয়ে বেশ চিন্তায় থাকেন। তাঁদের নিয়ে মাঝে মধ্যেই পোস্ট করেন তিনি। উল্লেখ্য, বর্তমানে মিমি আলোচনায়। কারণ, সবার থেকে আলাদা কাজ করেছেন তিনি। ইস্তফা দিয়েছেন রাজনীতি থেকে। এবার আর লোকসভার মঞ্চে তাঁকে দেখা যাবে না।
প্রসঙ্গত, বাংলাদেশে এই প্রথম তিনি ছবি করছেন। সেই নিয়েও আলোচনা কম না। কেউ বলছেন, উনি কেন বাংলাদেশে যেতে গেলেন? আবার কেউ বললেন, শাকিবের সঙ্গে শেষে? যদিও অভিনেত্রী এই প্রথম না। এর আগে শ্রাবন্তী কিংবা সায়ন্তিকা অথবা কৌশানী অনেকেই বাংলাদেশে কাজ করেছেন।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

Follow Us