/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/mimi2.jpg)
shakib-mimi: ঢাকায় পৌঁছে কী বলছেন মিমি?
মিমি চক্রবর্তী এই প্রথমবার অভিনয় করছেন বাংলাদশের ছবিতে। গতকাল, তিনি আইভরি রঙের পোশাকে হাজির হয়েছিলেন ওপার বাংলায়। সেখানেই তিনি কী বললেন?
মিমি শাকিব খানের সঙ্গে অভিনয় করছেন। বাংলাদেশের মেগাস্টারের সঙ্গে এর আগেও কাজ করেছেন এই বাংলার শ্রাবন্তী, ইধিকা। এবার মিমির পালা। অভিনেত্রীকে গতকাল পুরো টিমের সঙ্গে দেখা গেল।
যদিও, প্রথমে মিমি একটু চুপ ছিলেন। অনেকেই ভাইরাল ভিডিও দেখে এমনও বলেছেন, মিমি বোধহয় মন থেকে চাপে আছেন। আবার কেউ এমনও বলেছেন, ওপার বাংলায় প্রথম কাজ তাই হয়তো একটু ভয়ে আছেন। কিন্তু শাকিবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আজও ভুলতে পারছেন না মিমি।
অভিনেত্রী এমনিও ছবির গান উরা ধুরা গানের জন্য বেশ টেন্ডিংয়ে রয়েছেন। আর এবার, তিনি শাকিবের উদ্দেশ্যে কী বললেন? মিমি বললেন, "মেগাস্টার শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারা আমার জন্য একটা বিরাট ব্যাপার ছিল।"
উল্লেখ্য, মিমির সময় বেশ ব্যস্ত যাচ্ছে এটুকু বলাই যায়। কারণ একের পর এক কাজ করে চলেছেন তিনি। ওয়েব সিরিজের পাশাপশি তিনি সদ্যই আবিরের সঙ্গে আলাপ ছবি করেছেন। সেটিও বেশ সাফল্য পেয়েছে।