মিমি চক্রবর্তী শিরোনামে থাকার মতোই তারকা। আর দুদিন ধরে তাঁকে নিয়ে চর্চার শেষ নেই। কারণ, একটাই! অভিনেত্রী বিদেশের সমুদ্র সৈকতে গিয়ে প্লাস্টিক কুড়িয়ে সেটিকে পাড়ে নিয়ে আসছেন।
Advertisment
আর এসব কান্ড কারখানা দেখেই একদল রেগে আগুন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তাঁর একটি পোস্ট। অভিনেত্রীকে বিকিনি পরে প্লাস্টিক কুড়োতে দেখা গেল। আর তারপর থেকেই যত চর্চা। একমুঠো প্লাস্টিক, বোতল সব একজোড়ো করে অভিনেত্রী সমুদ্রের পাড় থেকে উঠে এলেন। চোখেমুখে, একরাশ বিরক্তি। অভিনেত্রীকে এও বলতে শোনা গেল, "মানুষ এগুলো কিভাবে করে?"
সঙ্গে বিশ্ব সচেতনতা এবং পরিবেশ নিয়ে বেশ বড়সড় ক্যাপশন দিলেন তিনি। কিন্তু, অভিনেত্রীর এই কান্ড দেখে কলকাতার মানুষ রেগে আগুন। তাঁদের কথায়, নিজের জায়গাটা তো কিছু করতে পারলেন না, সেখানে আবার বিদেশে গিয়ে এসব করছেন? আবার কারওর কথায়, যে কনস্টিটিউন্সিতে দাঁড়িয়ে ছিলেন সেখানে তো কিছু করলেন না।
মিমি চক্রবর্তী মাঝেমধ্যেই সমান সচেতনতার কথা বলেন। সংসদ থাকাকালীন নানা ক্ষেত্রে তিনি নানা কাজ করলেও বড়াই করে সেসব কথা কাউকে বলেননি। কিন্তু, এবার নির্বাচনের আগেই তিনি ইস্তফা দিয়েছেন। সরে দাঁড়িয়েছেন রাজনীতি থেকে। যদিও, গতবছর নির্বাচনে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে জিতেছিলেন তিনি। কিন্তু, এবার আর সেই পথে পা বাড়াননি।
উল্লেখ্য, অভিনেত্রীকে এই কান্ড করতে দেখে বেশিরভাগের মন্তব্য ঠিক এমনই, শো অফ করবেন না। আবার কেউ বললেন, আরেহ বাবা ফেলবেন না। পশ্চিমবঙ্গে প্লাস্টিকে মুড়িয়ে চপ মুড়ি বিক্রি করুন। এখানে অনেক ক্রেজ। আবার কারওর কথায়, এগুলোকে পরিবেশ দিবসের আড়ালে বিকিনি ডে বলে।