Advertisment
Presenting Partner
Desktop GIF

'প্রেম আমার দ্বারা হবে না..', সারাজীবন একা থাকবেন মিমি? ফোঁড়ন কাটলেন সায়ন্তিকা!

অবশেষে মুখ খুললেন মিমি, বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mimi chakraborty, mimi tolly news, mimi chakraborty tollywood, mimi chakraborty single

একা থাকবেন মিমি?

টলি ইন্ডাস্ট্রির হিরোইনদের মধ্যে যার নাম এখন না নিলেই নয়, তিনি মিমি চক্রবর্তী। একে একে বিয়ে করে সংসার করছেন অনেকেই, তবে মিমির কোনও পাত্তা নেই। রচনা বন্দোপাধ্যায় মজা করে এও বলেন, যে কোনও রাজপুত্র তাঁর জন্য পাওয়া যাচ্ছে না। কিন্তু এবার, নিজের সিঙ্গেল থাকার কারণ ব্যাখ্যা করেছেন মিমি।

Advertisment

একসময় পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। কিন্তু তারপর আর কারওর সঙ্গেই প্রেমের সম্পর্ক রয়েছে তাঁর একথা শোনা যায়নি। ছেলে খুঁজে পাচ্ছেন না নাকি, মনের মত কাউকে পাচ্ছেন না...মাঝেমধ্যেই তাঁর অনুরাগীরা জানতে চান, নানান উত্তর। কবে বিয়ে করবেন মিমি? এই প্রশ্নের জবাব দিয়েই অভিনেত্রী বললেন...

"আজ আমি সত্যিটা জানাবো, যে কেন আমি সিঙ্গেল। সম্পর্কে জড়াতে গেলে বাইরে বেরোতে হয়, মানুষের সঙ্গে অনেক কথা বলতে হয় যেটা আমার একদম পছন্দ নয়। তাই, আমার পক্ষে প্রেম করা সম্ভব নয়"। বাইরে গিয়ে সবার সঙ্গে কথা বলতে নারাজ অভিনেত্রী। একটি রিল ভিডিওর মধ্যে দিয়েই একথা সকলের সামনে এনেছেন তিনি। এবং মিমিকে এই বিষয়ে সঙ্গ দিয়েছেন সায়ন্তিকা। জানালেন, আমার ক্ষেত্রেও একই রে ভাই! যদিও সায়ন্তিকার বক্তব্যে মোটেই খুশি হননি মিমি।

প্রসঙ্গত, এতদিনে মিমির সিঙ্গেল থাকার উত্তর পেয়েছেন সকলে। তাঁর অনুরাগীদের কথায়, এত অলস তুমি! যে বাইরে বেরিয়ে কারওর সঙ্গে কথা বলতে পারো না। আবার কেউ বললেন, মেকাপ করার সময় তো বিরক্ত হও না। কারওর সঙ্গে কথা বলতে গেলে কেন এত কষ্ট?

mimi chakrabarty tollywood Entertainment News
Advertisment