বলিউড ছবি থেকে ডাক পেলেও না করতে পারেন টলিউড তারকারা? নাকি বিশেষ কোনও কারণ রয়েছে এর পেছনে। মিমি চক্রবর্তী ঠিক এমন উদাহরণ। কেন? কিছুদিন ধরেই গুঞ্জন, তিনি নাকি যশ এর মতই ইয়ারিয়া ২ ছবিতে সুযোগ পেয়েছিলেন। কিন্তু নাকচ করেছেন।
Advertisment
পুজোয় মুক্তি পেতে চলেছে রক্তবীজ। এসপি সংযুক্তা মিত্রকে নিয়ে নানা আলোচনা। বর্ধমান শহরে এমন নিদারুণ সুন্দর এসপি, যেন মনমুগ্ধকর। শিবু নন্দিতার ছবিতে তাঁর অভিনয় এই নিয়ে নতুন নয়। একেই পুজো রিলিজ, তাঁর সঙ্গে তিনি নাকি বলিউডকে না বলেছেন। যে ছবিতে যশ দাশগুপ্ত রয়েছেন, টি সিরিজ মালকিন দিব্যা খোসলা কুমারের ছবিতে যাওয়ার ইচ্ছে হয়নি নাকি টলিপাড়ায় থাকতেই তিনি খুশি?
প্রসঙ্গে এক সাক্ষাৎকারে মিমি জানান, তাঁর এই চরিত্রটা খুব অদ্ভুতভাবে মিমির সহজাত প্রবৃত্তির সঙ্গে এক হয়ে যায়। এমন ধরনের চরিত্রতেই অভিনয় করতে চান যেগুলো আগে করেননি। সেকারণেই টলিপাড়ার এই ছবি তিনি বেছে নিয়েছেন। পরিচালকরা কিছুটা এমনটাই দাবি জানিয়েছেন মিমির উদ্দেশ্যে। অভিনেত্রীকে এই প্রথম পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে। নিজের চরিত্র নিয়েও বেশ আশাবাদী তিনি। কিন্তু বলিউড ছবিকে না বললেন কেন?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়, এমনকি শ্বাশ্বত চট্টোপাধ্যায় সকলেই রয়েছেন সেই তালিকায় যারা টলিউডের সঙ্গে সঙ্গে বলিউডের মাটিতেও নিজেদের ঘাঁটি গেড়েছেন। তাহলে মিমি কেন নয়? অভিনেত্রী জানান, মুখ্য ভূমিকায় নয়, হিন্দিতে অন্য চরিত্রে...
টলিউড ডিভা দাবি করেন, দীর্ঘদিন এখানে অর্থাৎ বাংলার বুকে কাজ করেছেন মুখ্য ভূমিকায়। সেখানে বলিউডে অন্য চরিত্রে অভিনয় করলে বাংলার দর্শকদের সঙ্গে অবিবেচনা করা হল না? বললেন, "যারা আমায় ভালবাসেন। এতবছর মুখ্য ভূমিকায় দেখে এসেছেন তাঁদের খারাপ লাগতে পারে। তাঁদের সঙ্গে অবিচার করতে পারব না।"
উল্লেখ্য, হিন্দি থেকে যা অফার পাবেন সেটাই যে নিতে হবে এমনটা একেবারেই নয়। তিনি একদম অন্য ধরনের চরিত্র এখন বেছে নিচ্ছেন। শুধু তাই নয়, অভিনেত্রী জানিয়েছেন তিনি পরিচিত মুখ বলেই যে তাঁকে ঝামেলা পোয়াতে হয় না এটা একেবারেই না। কারণ, সমাজটা আসলেই পুরুষতান্ত্রিক। তাতে তাঁকেও সমস্যার মুখে পড়তে হয়।