Mimi Valentine Day Special Song: অভিনয়ের পাশাপাশি গান গাওয়াও তাঁর নেশা। বিভিন্ন জায়গায় স্টেজ পারফরম্যান্সে মাত দেন। সেই সঙ্গে নিজের কণ্ঠে গাওয়া গানের অ্যালবামও বের করেন। তিনি নান আদার দ্যান মিমি চক্রবর্তী। সিনেমা-সিরিজে অভিনয়ে পর কণ্ঠের জাদুতেও মোহিত করছেন ভক্তদের। ফেব্রুয়ারি মানেই প্রেমর মাস। রোজ ডে থেকে শুরু করে ভ্যালেন্টাইন্স ডে পর্যন্ত প্রেমে মগ্ন থাকেন লাভবার্ডসরা। ভালবাসার মরশুমে নতুন প্রেমের গান নিয়ে আসছেন টলি ক্যুইন মিমি চক্রবর্তী। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তারই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। আয়নার মধ্যে দাউদাউ করে আগুন জ্বলার একটি ছবির সঙ্গে লেখা 'পরলে মনে যেই'।
কবে মুক্তি পাবে সেটা অবশ্য জানাননি। শুধুই লেখা 'কামিং সুন' অর্থাৎ খুব শীঘ্রই। তার আগে চলছে নতুন গানের প্রচার। বৃহস্পতিবার আরও একটি ছবি শেয়ার করেছেন মিমি। কালো রঙের একটি ড্রেস পরে পিছন ঘুরে খোলা চুলে দাঁড়িয়ে আছেন। তিনি জানতে চেয়েছেন গান মুক্তির সঠিক তারিখ কোনটা? এখনও পর্যন্ত তারিখ চূড়ান্ত করতে পারেরনি। কমেন্ট বক্সে প্রত্যেকেই নিজের মত ব্যক্ত করেছেন। এখন দেখা যাক কবে মুক্তি পায় মিমি চক্রবর্তীর প্রেমদিবস স্পেশাল গান 'পরলে মনে যেই'।
প্রেমের মরশুমে পুনরায় মুক্তি পাচ্ছে প্রেমের ছবি শুধু তোমারই জন্য। দীর্ঘ ১০ বছর পর ফের বড় পর্দায় পুরনো প্রেমের নতুন স্বাদ পাবে বাংলা ছবির দর্শক। ৭ ফেব্রুয়ারি রি-রিলিজ দেব, মিমি, সোহম ও শ্রাবন্তী অভিনীত ব্লকবাস্টার আদ্যোপান্ত এই প্রেমের ছবি। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় মিমি চক্রবর্তী। ফটোশুটের ছবি থেকে ঘুরতে যাওয়ার রিল, পোষ্যদের সঙ্গে সময় কাটানোর মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তুফানে শেষবার দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে।
ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবি বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। ওপার বাংলার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে সফল মিমি। সৃজিত মুখোপাধ্যায়ের আপকামিং মুভি 'কিলবিল সোসাইটি'-র জন্য পরমব্রতর বিপরীতে মিমিকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু, পর্দায় নায়ককে চুমু খেতে নারাজ মিমি। সেই জন্য মিমির পরিবর্তে এই ছবিতে থাকছেন কৌশানী মুখোপাধ্যায়।