New Update
/indian-express-bangla/media/media_files/2024/11/15/3qF0CvMezu9O2uP2Yeir.jpg)
Mimi Reaction on Dustu Kokil: যা করলেন মিমি...
Mimi Reaction on Dustu Kokil: যা করলেন মিমি...
মিমি চক্রবর্তী সমাজ মাধ্যমে বেশ সক্রিয়। একে তো তিনি তাঁর নিত্য নতুন পোস্টার মাধ্যমে সকলের ঘুম কেড়ে নেন, অন্যদিকে তিনি এমন এক ব্যক্তি যিনি বহুমুখী প্রতিভার অধিকারী।
মিমি তাঁর মন্তব্যের খাতিরে নানা কারণে ভাইরাল হন। কারণ তিনি ঠোঁটকাটা। এর আগে তুফানের প্রমোশনের সময় তিনি মানুষের ইস্যু নিয়ে আওয়াজ তুলেছিলেন। এমনকি, এও বলেছিলেন, তাঁরা যাই করুক না কেন, মানুষ কথা বলবেই। তবে, এবার তিনি নিজের গানের মাধ্যমে মন জয় করে নিয়েছেন সকলের।
মিমি গান গাইলেন, আর বেশিরভাগ তাঁর প্রশংসা করলেন। কেউ কেউ তো মিমির ভিডিও প্রকাশ করলেন সমাজ মাধ্যমে। তাঁদের আনন্দের শেষ নেই। কেউ কেউ সমাজ মাধ্যমে তাঁর সুন্দর গানের ভিডিও শেয়ার করলেন। যদিও, গান শুনে বোঝা দায় যে মিমি নিজে গাইছেন নাকি আসল ট্র্যাকটি বাজছে। অন্যদিকে, আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, মিমির জনপ্রিয় দুষ্টু কোকিল গানে নেচে মাতাচ্ছেন একটি কলেজের ছেলেরা। নবীন বরণ অনুষ্ঠানে তাঁদের নাচতে দেখে মিমি বলছেন, ক্যা বাত।
মিমির সেই ভিডিও নজরে আসতেই তিনি সেটিকে শেয়ার করে লিখলেন, আশা করছি তোমাদের সেই সময় ভাল গিয়েছে। তোমাদের আমার গান শুনে ভাল লেগেছে তো? মিমি যে গান গান সেকথা আগে থেকেই সবাই জানেন। তিনি নিজের দু তিনটি গান পর্যন্ত বের করেছেন। যার মধ্যে তাঁর ভাল্লাগছে না, গানটি বেশ জনপ্রিয়তা পায়।
মিমি সেই অনুষ্ঠানে গিয়েই জানিয়েছিলেন, দর্শকরা আসল। তাঁরা আছেন বলে, তাঁরা সিনেমা দেখতে যান বলেই তারকাদের স্টারডম থাকে। আর নাহলে, তাঁদের সেলিব্রিটি সিনড্রোম দেখানোর কোনও জায়গা নেই। এখানেই, অনেকে মিমির উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন, সিনেমা এলেই তাঁদের এসব নিয়ে আলোচনা করতে হয়।
উল্লেখ্য, মিমি একসময় লোকসভা সংসদ ছিলেন। যদিও বা গতবার তিনি জিতেছিলেন। তবে, এবার নিজেই নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। কিন্তু, মিমির জনপ্রিয়তা তাই বলে কোনও অংশে কমেনি।