Advertisment
Presenting Partner
Desktop GIF

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে মিমির নয়া দাওয়াই

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একের পর এক রেসিপি ফ্যানেদের বলছেন মিমি। এদিন হার্বাল টি বানানোর পদ্ধতি দেখিয়ে দিলেন সাংসদ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বাড়িতেই বন্দী মিমির ফ্যানেদের জন্য নতুন ভিডিয়ো। ফোটো- মিমির ইনস্টাগ্রাম

লন্ডন থেকে ফিরে ১৪ দিনের হোম আইসোলেশন এখনও শেষ হয়নি মিমি চক্রবর্তীর। বাড়িতে থেকে নিজের ঘরের বাইরেও বেরোচ্ছেন না তিনি। ঘরে বসেই যাবতীয় কাজ সামলাচ্ছেন তারকা সাংসদ। নিজের লোকসভা এলাকায় হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ থেকে শুরু করে ভিডিয়ো তৈরি করে সাধারণ মানুষকে সচেতন করা পুরোটাই করছেন।

Advertisment

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য একের পর এক রেসিপি ফ্যানেদের বলছেন মিমি। এদিন হার্বাল টি বানানোর পদ্ধতি দেখিয়ে দিলেন সাংসদ। যেহেতু তিনি কোয়ারেন্টাইনে সে কারণে রান্নাঘরেও যাননি অভিনেত্রী। বাইরেই সমস্ত জিনিস আনিয়ে ভিডিয়ো করেছেন মিমি।

আরও পড়ুন, লকডাউন! কীভাবে সময় কাটাচ্ছেন টলি তারকারা?

কমেন্টে পুরো রেসিপিটাই বলে দিয়েছেন মিমি। তিনি লিখেছেন, আমি একটু তাড়াহুড়ো করে করেছি। কিন্তু আপনারা অন্তত এক থেকে দু-মিনিট ফুটিয়ে নেবেন যাতে সমস্ত উপকরণগুলো ঠিকমতো মিশে যায়।

রেসিপি-

তুলসি পাতা- ৫ থেকে ৬টা

মিন্ট পাতা- ৫ থেকে ৬টা

হলুদ গুঁড়ো- ১ চামচ

অরেঞ্জ পিল বা লেমন পিল- স্বাদমতো

একটা গ্রিন টি ব্যাগ

কিছুটা হিবিসকাস চা এবং হোয়াইট চা (প্রয়োজন মনে হলে), সঙ্গে কিছুটা গোলমরিচ।

সবটা হয়ে গেলে মধু দিয়ে পরিবেশন করুন।

আরও পড়ুন, খুব সুখে নেই টেলিপাড়ার অন্দর, ঠিক কী কী দুশ্চিন্তা দানা বাঁধছে

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

mimi chakrabarty coronavirus
Advertisment