আজই জনগর্জন সভায় মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন, এবারের লোকসভা প্রার্থীদের নাম। আর তাতেই শোনা যায়নি মিমি চক্রবর্তীর কথা। যদিও, অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, তিনি আর থাকছেন না রাজনীতিতে।
Advertisment
কিন্তু, একদিকে যখন ঘোষণা হল প্রার্থীদের নাম, তখন তিনি কী করছিলেন? অভিনেত্রীর শেষ কিছুদিন বেশ ধর্মীয় ভাবাবেগে কেটে গিয়েছে। ভক্তিভরে তিনি শিবের পুজো করেছিলেন। শুধু তাই নয়, তাঁর যে সবথেকে ছোট চারপেয়ে সন্তানটি রয়েছে তাঁকে নিয়েই মহাদেবের পুজো দিতে গিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, শিবের সঙ্গে কাল ভৈরবের যে নিদারুণ সম্পর্ক, সেটিও ব্যাখ্যা করলেন তিনি।
মিমির খবর কী? ছবি-ইনস্টা
Advertisment
এদিকে, আজ শহর কলকাতা ভেসেছিল ব্রিগেডে। নানা জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা হাজির হয়েছিলেন। তখন, ঠিক কী করছিলেন মিমি? রবিবার, বলে কথা। এমন ছুটির দিনে মিমি চক্রবর্তী নিজেকে ব্যস্ত রাখলেন বন্ধুবান্ধবের সঙ্গে। হ্যাপি সানডে লিখে পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গী আরেক বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়। আরেক বন্ধুও রয়েছে।
গ্লো যেন ফেটে পড়ছে তাঁর। তবে, কি দায়িত্ব কমতেই সৌন্দর্য আরও বাড়ছে? যদিও, তিনি জানিয়েছিলেন সামনেই অনেক কাজ। এখন, অনেক নতুন ছবি - সিরিজে কাজ করবেন তিনি। রক্তবীজ ১০০ দিন সম্পূর্ন করায় বেজায় আনন্দ করেছিলেন তারা। সামনেই, আবির চট্টোপাধ্যায় এর সঙ্গে আবার একটি নতুন ছবিতে দেখা যাবে তাঁকে।