Mimi Chakraborty: 'লোকে ভাবে আমি হিরোইন বলেই হয়তো কোনও কাজ করি না..', সংশয় দূর করলেন মিমি?

Mimi chakraborty birthday: ২০২৪ এ অনেক কাজ হবে, নতুন ছবি আসবে.. আপাতত রং দল নিয়ে কিছুই 'ভাল্লাগছেনা' মিমির?

Mimi chakraborty birthday: ২০২৪ এ অনেক কাজ হবে, নতুন ছবি আসবে.. আপাতত রং দল নিয়ে কিছুই 'ভাল্লাগছেনা' মিমির?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mimi chakraborty, mimi chakraborty birthday

Mimi chakraborty- মিমির স্বীকারোক্তি/ ছবি-ইনস্টা

Mimi Chakraborty: অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে রাজনীতিবিদ শব্দটা জড়িয়েছে অনেকদিন। তিনি, সাংসদ হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন নাকি না এই নিয়েও নানা প্রশ্ন ওঠে। কিন্তু, সবসময় বেশ ঠোঁটকাটা মিমি আসলে কাদের জন্য বাঁচে জানেন?

Advertisment

এই বছর তিনি নির্বাচনে দাঁড়াবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েই গিয়েছে। কিন্তু, অভিনেত্রী এখন পুরোটাই ব্যস্ত কাজে। একের পর এক তিনি কাজ করছেন। ওয়েব ডেবিউ করলেন। রক্তবীজ তুখোড় সাফল্য পেল। তিনি, সোশ্যাল ওয়ার্ক করেন মাঝেমাঝে। কিন্তু মেয়ে হয়ে রাজনীতি করবেন আবার কাজ করবেন, সেই নিয়েও দ্বন্দ্বে থাকবেন বেশিরভাগ। তবে, অভিনেত্রী এক সাক্ষাৎকারে সবটাই সাফ করে দিলেন।

তাঁর প্রকাশ্যে মন্তব্য ঠিক এমনই, "আমি কিন্তু কী কাজ করেছি না করেছি সেটা কাউকে বলি না। লোকে ভাবে হিরোইন বলেই কাজ করে না। কিন্তু, আমি রাজনীতিতে আসার আগে থেকেই কিন্তু সোশ্যাল ওয়ার্ক করি।" বলতে বলতেই একটি ঘটনার শেয়ার করেন তিনি। তাঁর কথায়...

Advertisment

আরও পড়ুন - Mimi Chakraborty: ১৬৫ কোটির ‘পেট প্রজেক্ট’ রতন টাটার, চারপেয়েদের মা মিমি চক্রবর্তীর আনন্দ ধরছে না?

"একদিন এয়ারপোর্টে আমি এবং আমার মা ট্রাভেল করছিলাম। একজন এলেন। আমি ভাবলাম হয়তো ছবি তুলবেন। কিন্তু উনি বললেন, না! শুধু একটা কথা বলব। বললেন, আপনি আমার মেয়ের স্কুলে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এর ওয়াটার কুলারের ব্যবস্থা করে দিয়েছেন। তাই, ধন্যবাদ। আমি না চমকে গিয়েছি। এত অবাক হয়েছিলাম। যে এমন মানুষ হয়। আমি এদের জন্যই বাঁচি।"

প্রসঙ্গত, গতকাল রাত থেকেই তাঁর সেলিব্রেশন চলছে। মধ্যরাতে বন্ধুরা তাঁকে বাড়ির দরজায় গিয়ে সারপ্রাইজ দেন। আজও, প্রচুর মানুষের থেকে শুভেচ্ছা এবং ভালবাসা পেয়েছেন।

tollywood mimi chakrabarty Entertainment News