Mir Afsar Ali Noti Binodini: রামকমল মুখোপাধ্যায় পরিচালিত আগামী ছবি 'নটী বিনোদিনী-একটি নারীর উপাখ্যান'। বিনোদিনী দাসীর চরিত্রে অভিনয় করছেন টলি ক্যুইন রুক্মিণী মৈত্র। সিনেমার প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স। ছবি মুক্তির আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, স্টার থিয়েটারের নাম বদলে হবে বিনোদিনীর নামে। এই খবরে আনন্দে কেঁদে ফেলেছিলেন পর্দার বিনোদিনী। এক নারীর ১৪০ বছরের লড়াইয়ের জয়ের জন্য মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ রুক্মিণী।
৫ জানুয়ারি রবিবাসরীয় সকালে মুক্তি পেয়েছে নটী বিনোদিনীর মোশন পোস্টার। আর ঠিক তার পরদিনই সামনে এল আরও এক চরিত্রের লুক। তিনি নান আদার দ্যান মীর আফসর আলী। যাকে দেখা যাবে ব্যবসায়ী গুরমুখ রাইয়ের চরিত্রে রয়েছে। 'স্বার্থ এবং স্বার্থপরতার এক বিরল দর্শক ছিলেন বাংলার এই ধনী ব্যবসায়ী গুরমুখ রাই। শুধু বিনোদিনী নয়, তাঁর কথার মর্যাদা রাখতে অক্ষম হয়েছিল গোটা বঙ্গ সমাজ'-এই ক্যাপশনেই মীরের লুক প্রকাশ্যে আনে দেবের প্রযোজনা সংস্থা।
আগামী ২৩ জানুয়ারি বড় পর্দায় মুক্তির অপেক্ষায় নটী বিনোদিনী। বাস্তবের চরিত্রগুলো গল্পের আকারে সেলুলয়েডে কতটা নিখুঁতভাবে রামকমল মুখোপাধ্যায় পরিবেশন করলেন? সেটার জন্য তো ২৩ জানুয়ারি পর্যন্ত একটু ধৈর্য ধরতেই হবে। নটী বিনোদিনীর শতাধিক বছরের বঞ্চনা থেকে অভিশাপময় জীবনের কাহিনিকেই পর্দায় ফুটিয়ে তুলবেন রুক্মিণী। রামকমলের নির্দেশনায় রুক্মিণী থেকে নটী বিনোদিনী হয়ে ওঠার জার্নি সিলভার স্ক্রিনে দেখার অপেক্ষায় আপামর বাংলা ছবির দর্শক।
বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি কল্পতরু হয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই দেব তাঁর পরবর্তী প্রযোজিত ছবি বিনোদিনী একটি নটির উপাখ্যানের গুরুত্বপূর্ন চরিত্র ঠাকুর শ্রী রামকৃষ্ণকে নিয়ে বিশেষ পোস্টার উন্মোচন করেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের ভূমিকায় অভিনয় করেছেন, চন্দন রায় স্যানাল। তাঁর প্রথম লুক প্রকাশ্যে আসার পর থেকেই অনেকে বেশ অবাক হয়েছেন।
নাটক এবং থিয়েটার দেখতে ঠাকুর স্টার থিয়েটারে যেতেন। সেই স্টার থিয়েটার বিনোদিনী দাসীর জীবনে শুধু একটি মঞ্চ না, বরং এটি তাঁর আত্ম পরিচয়ের একটি স্থানও বটে। সেই থিয়েটারের নাম বদলে গিয়ে হচ্ছে বিনোদিনী থিয়েটার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পর্দার বিনোদিনী লেখেন, আজ স্বপ্নপূরণের দিন। আজ দীর্ঘ শতাধিক বছরের বঞ্চনা থেকে অভিশাপ মুক্তির দিন। আজ নিজেকে ফিরে পাওয়ার দিন।