/indian-express-bangla/media/media_files/F6ifxw92q7dC01cahiWR.jpg)
Mir Afsar ali: মীর কী বলছেন?
ঝড় জল বন্যা অতিক্রম করে রাজ্যের ডাক্তাররা আন্দোলনরত। ৩৫ দিন ধরে তাঁরা আন্দোলন করছেন। সাহায্যের হাত বাড়িয়েছেন সাধারণ মানুষ। এমনকি, কেউ পাঠাচ্ছেন খাবার, কেউ দিচ্ছেন জল। গতকাল রাত্রের এত বৃষ্টি তাতেও তারা থামলেন না।
ডাক্তারদের এই আন্দোলনে কিছুক্ষণ আগেই উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি নানা বিষয়ে কথা বলেন। পাশাপাশি এও জানান, গতকাল রাতে তাঁর ঘুম হয়নি। এমনকি, ঝড় জলে যারা আন্দোলন করছেন, তাদের জন্য চিন্তা হচ্ছে মুখ্যমন্ত্রীর। কিন্তু, এই অনশন এবং পাঁচ দফা দাবি, তারা মেনে নেওয়া না পর্যন্ত ক্ষান্ত হবেন না, সেকথাই জানিয়েছেন তারা।
আরজি করের জুনিয়র মৃত্যুতে সারা বাংলার মানুষ এক হয়ে মিছিল, জমায়েতে যোগ দিয়েছেন। তাঁরা বিচার চাইছেন। মেয়েদের প্রতি অন্যায়ের বিচার। মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। গতকাল রাতে এমন অবস্থা, তারপরেও রাজপথ ছেড়ে তারা আসেননি। আর এই দৃশ্যই মীরকে মুগ্ধ করেছে। বাচিকশিল্পী নিজের সমাজ মাধ্যমে এই প্রসঙ্গে লিখেছেন...
কী লিখছেন মীর?
মীর প্রথম দিন থেকেই আন্দোলনে যোগ দিয়েছেন। নিজের মতামত রাখছেন এই ঘটনা প্রসঙ্গে। কলকাতা যে আর সেভাবে সুরক্ষিত নয়, সেই নিয়েও আওয়াজ তুলেছিলেন। আর আজ ডাক্তারদের এহেন সহ্যশক্তি এবং দৃঢ় প্রতিজ্ঞা তথা মানসিক কঠোরতা দেখে তিনি যেন আপ্লুত। তিনি লিখছেন...
"এখন ডাক্তারের থেকে যে বেশি ক্ষমতাবান জানেন? একজন ডাক্তার সে যখন রুগী, সে যখন বিচার চায়।" ফের একবার বিচার চাই বলে আওয়াজ তুললেন তিনি। কাজের ফাঁকেই আন্দোলনে সামিল হচ্ছেন। যদিও, আজ ডাক্তাররা মুখ্যমন্ত্রী ধর্না মঞ্চ ছেড়ে যাওয়ার পর বলেন, তারা আলোচনায় বসতে রাজি। কিন্তু পাঁচ দফা দাবি মেনে নিতে হবে।