Advertisment
Presenting Partner
Desktop GIF

Mir Afsar Ali: 'জিতেছেন ভাল কথা, কিন্তু একাজ ভুলেও না...', মার্কিন মসনদে বসতেই ট্রাম্পকে হুঁশিয়ারি মীরের

Mir afsar ali: এর আগে যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, তখন ভারত সফরে এসেছিলেন। তাঁর সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছিলেন স্বামী বিবেকানন্দকে বিবেকামুন্নন বলে।

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
mir Afsar ali

Mir to Trump: মার্কিন প্রেসিডেন্টকে কী বললেন মীর?

 মার্কিন মসনদে কে? ভারতীয় বংশোদ্ভুত কমলা হ্যারিস নাকি ট্রাম্প? এই নিয়েই আলোচনা চলেছিল বেশ কিছুদিন ধরে। তবে, আজ সেসব বাক বিতন্ডা শেষ। কারণ, মার্কিন মসনদে ফের একবার ট্রাম্প। জয় পাওয়ার পরেই তিনি যা বলেন...

Advertisment

আমেরিকার স্বর্ণযুগ এবার শুরু হবে বলেই দাবি করেছেন তিনি। ট্রাম্প জানিয়েছেন, খুব শীঘ্রই বিশ্বের শ্রেষ্ঠ দেশ হবে আমেরিকা। সীমান্ত সিল করে দেওয়া হবে তাড়াতাড়িই। কমলাকে পিছনে ফেলে রিপাবলিকান প্রার্থীর এই জয় আমেরিকার পাশাপাশি ভারতের পক্ষে লাভজনক হবে কিনা, সেই নিয়েও এখন তর্ক বিতর্ক চলছে।

যদিও, এর আগে যখন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন ট্রাম্প, তখন ভারত সফরে এসেছিলেন। তাঁর সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়েছিলেন স্বামী বিবেকানন্দকে বিবেকামুন্নন বলে। সেই থেকে ভারতের বুকে হাসির খোরাক ট্রাম্প। আর এই ঘটনাই ভোলেননি মীর। তিনি ভীষণ ঠোঁটকাটা।

স্পষ্ট কথা স্পষ্ট করেই বলেন তিনি। RJ, সঞ্চালক এবং অভিনেতা মীর সোজা জানিয়ে দিলেন, যে কী করলে ক্ষুব্ধ হবেন তিনি। তিনি সমাজ মাধ্যমে লিখছেন, "জিতেছেন ভালো কথা…কিন্তু ফের ভারতে এসে Vivekamunnand বললে রাগ করবো!" একথা বলেই জ্বিভ কাটেন তিনি।

জিতেছেন ভালো কথা… কিন্তু ফের ভারতে এসে Vivekamunnand বললে রাগ করবো!😝

Posted by Mir Afsar Ali on Wednesday, November 6, 2024

এদিকে মীরের এই পোস্টে, কেউ কেউ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ট্রাম্প কার্ড ভাল খেলেছে। আবার কেউ বললেন, সচিন আবার সুচীন হয়ে যাবে। আবার কেউ কেউ মজা করে এও বললেন, এত ভারতীয়দের 'কমলা' যোগ্য করা বিফলে গেল। যদিও, ট্রাম্প বিজয়ী হতেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি সমাজ আমধ্যমে লিখেছেন...

 'ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আমার  'বন্ধু'কে আন্তরিক অভিনন্দন। আসুন আমরা আমাদের জনগণের মঙ্গল এবং বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করি'।

tollywood Donald Trump Mir Afsar Ali tollywood news
Advertisment