Advertisment

Mir: 'এক ডাক্তার, মহিলা ডাক্তার, কেন ন্যাকা সাজছেন বলুন..', ঠোঁটকাটা মীর

Mir afsar ali on Women Night: "ডোন্ট ওয়ান্ট টু গেট স্ট্যাম্পড। তা ছাড়া আমরা আমাদের ফ্যামিলিতে কেউ কোনদিন পার্টি-ফার্টি করিনি। শুধু পুজোর চাঁদাটা রিলিজিয়াসলি দিয়ে থাকি" আর কী বলছেন মীর?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Mir afsar ali on Rattirer Sathi clauses where women on night shift reduces after RG kar medical College rape case tollywood

Mir on Incident: রাত্রে কমছে মেয়েদের শিফট, আতঙ্কে মীর...

'নাহ! ছেড়ে দিন...', আরজি করের নিন্দনীয় ঘটনায় গর্জে উঠেছে গোটা দেশ। আজ রাত হতেই মহিষাসুরমর্দিনীরা শহরে নামবে। এবার পুজো আগেই শুরু এই রাজ্যে। রাত ঘিরে আজ মহিলারা। তাঁর আগেই মীর যা বললেন...

Advertisment

তারকারা আগেই জানিয়েছিলেন, তাঁরা সামিল হবেন আজকের জনসভায়। এমনকি, শহর কলকাতার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় হতে চলেছে এক মহা কর্মসূচি। কিন্তু, প্রতিবাদ এই শহরে হলেও পাত্তা দেয়নি কেউই। মেয়ে তো? সে রাত বিরেতে বেরোবে কেন? তাঁর পোশাকে আঙুল তুলে বারবার চুপ করিয়ে দেওয়া হয়েছে। কিন্তু, আজকে দলে দলে যে মেয়েরা যোগ দিচ্ছেন, তাতে থাকছেন তারকারা।

পুরুষদের অনেকেই সামিল হচ্ছেন এই কর্মসূচিতে। ঠিক এই কারণে, দুটি আসন্ন বাংলা ছবির টিজার লঞ্চ পর্যন্ত আটকে দেওয়া গিয়েছে। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের ছবি বহুরূপী, এমনকি দেবের নতুন ছবি খাদানের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মীর একদম অন্য গল্প বললেন। তাঁর কথায়...

"নাহ! ছেড়ে দিন। আপনাকে কিচ্ছু পোস্ট করতে হবে না মশাই। ঘাট হয়েছে। আপনি ডেকার্স লেনে গিয়ে চিত্তের সস ছড়িয়ে সভ্যতার চাউমিন খেয়ে ঢেঁকুর তুলে বাড়ি চলে যান। আপনার ওই প্রিয় বন্ধু ‘বিবেক’, ম্যারিড উইথ ডজন ডজন অফস্প্রিং… সে আজ অশোকা বারে প্রেমিকার অবৈধ প্রেম ফাঁস করতে গেছে। আপনি আজ একাই ‘ধর্ম’তলা-টু-জাহান্নাম’ ধরে বাড়ি চলে যান!

“কি বলছো ওস্তাদ? দুম করে যা খুশি তাই পোস্ট করে দেওয়া যায় নাকি? ছোট মেয়ে আছে বাড়িতে। প্লাস বস আমার ফ্রেন্ড লিস্টে। সামনে প্রোমোশন। ডোন্ট ওয়ান্ট টু গেট স্ট্যাম্পড। তা ছাড়া আমরা আমাদের ফ্যামিলিতে কেউ কোনদিন পার্টি-ফার্টি করিনি। শুধু পুজোর চাঁদাটা রিলিজিয়াসলি দিয়ে থাকি। আমি সিরিয়াসলি পার্টি বুঝি না জানো। শুধু প্রতি বছর পুজোর পার্টিতে (স্পনসর্ড অফ কোর্স) আমি একটু পার্টিসিপেট করি।”

কী করেন বললেন…???

“পার্টিসিপেট..”

হ্যাঁ তো। ওটাই তো করতে বলছি আপনাকে। এতো ভয় কিসের?? এক ডাক্তার। মহিলা ডাক্তার। কেন ন্যাকা সাজছেন বলুন তো? পোস্টারটা একটু শেয়ার করতে পারছেন না??

বাট হাউ ক্যান আই? প্লাস দ্য গার্ল ইজ ফ্রম সোদপুর।

অ্যান্ড আই স্টে ইন আলিপুর!”

আমি মীর। আর এত সব কিছুর পরও আমাদের গপ্পো এটাই।

যে ভাবে হোক, প্রতিবাদ করুন নচেৎ বাড়ীর আয়নাগুলো ভেঙে ফেলুন। বেঁচে যাবেন।"

উল্লেখ্য, স্বস্তিকা মুখোপাধ্যায় থেকে মধুমিতা সরকার, শুভশ্রী গাঙ্গুলি সকলেই থাকছেন আজকের কর্মসূচিতে। তাঁর পাশাপাশি আজকের শহর সাক্ষী থাকবে এক নতুন সূর্যোদয়ের। আগামীকাল স্বাধীনতা দিবস, তাঁর আগেই মেয়েদের স্বাধীন নিশিযাপনের গল্প বুনবে এই রাজ্য।

tollywood Mir Afsar Ali RG Kar Medical College Entertainment News
Advertisment