এই সেদিন ৫০তম জন্মদিন উদযাপন করলেন মীর। জীবনের ৫০টা বসন্ত পেরিয়েও তিনি যেন আগের মতোই উৎফুল্ল এবং আগের মতোই মজাদার রয়ে গিয়েছেন। মীর, যেখানে রেডিও জকির সঙ্গে সঙ্গে একজন কৌতুক অভিনেতা হিসেবেও জনপ্রিয়, তিনি তাঁর জন্মদিনে কেকে কাটার ছবি আপলোড করেছিলেন।
মাথায় ক্যাপ, সঙ্গে ৫০তম জন্মদিনে নিজের ছবির ক্যাপশনে লিখেছিলেন, এভাবেই মীরের ৫০ বছর পূর্ণ হল। আর অভিনেতার এই এতগুলো বছরে মনোরঞ্জন করার ক্ষমতা দেখে নিয়েছেন সকলেই। রেডিও ছেড়ে দিয়েছেন, কিন্তু যেভাবে মানুষকে নিজের গল্পে বুঁদ করে রেখেছেন, অনেকেই পারেন না। প্রতিদিন সকালে এখন রেডিও খুললে তাঁর গলা শোনা না গেলেও, গল্পের মাধ্যমে তিনি আজও সকলকে বিনোদন দিয়ে আসছেন।
এত মানুষের ভালবাসা পেয়েছেন এতগুলো বছর ধরে। মীরাক্কেলের সঞ্চালকের ভূমিকা ছেড়ে যখন রেডিওতে বহুবছর সকালম্যান হিসেবে গল্প করেছেন সকলের সঙ্গে। আর জন্মদিন উপলক্ষে পরিবারের তরফে কী উপহার পেলেন তিনি? সেই ছবিও নিজের সমাজ মাধ্যমে শেয়ার করেছেন। এটুকু বলাই যায় যে তিনি বেজায় আপ্লুত, এত সুন্দর একটি উপহার পেয়ে। মীর এমনিও সঙ্গীতপ্রেমী। তিনি নিজে যেমন ভাল গান, তেমন ভাল গান বানান পর্যন্ত। সে মজার ছলে আপনি থাকছেন স্যার হোক, অথবা অসমশালা, গান শুনতে বেশ ভালবাসেন তিনি।
আর সেদিন, তাঁর জন্মদিন উপলক্ষে, পরিবারের কাছ থেকে সুপ্রিম উপহার পেয়েই আনন্দে আত্নহারা তিনি। তাঁকে পরিবারের সকলে দিল্লি নিয়ে গিয়েছিলেন। তাঁর মেয়ে এখন পড়াশোনার কারণে দিল্লিতেই থাকেন। আর এড শিরাণ যে সারা ভারতজুড়ে অনুষ্ঠান করছেন, সেকথা অনেকেই জানেন। আর এবার দিল্লির অনুষ্ঠানেই মীরের পরিবার তাঁকে নিয়ে গিয়ে এক দারুণ সুরেলা সন্ধ্যা উপহার দিয়েছেন। মীর সেই ছবি শেয়ার করে লিখছেন...
"আমার ৫০ বছর জন্মদিন উপলক্ষে পরিবারের তরফ থেকে এমন সুন্দর একটা উপহার পাব আশা করি নি। খুব গুরুত্বপূর্ন খুব সুপ্রিম এবং খুব সুন্দর এই উপহারটা।" যে ছবিগুলো শেয়ার করেছেন তিনি, সেখানে সবগুলিই এড শিরানের পারফরমেন্সের সময় বেশ কিছু মুহূর্ত। গাইছেন এড, আর উপভোগ করছেন সকলে। এদিকে, এত সুন্দর একটা উপহার পেয়ে আবেগে ভাসছেন মীর।