বাবা-মা'দের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কি ব্যস্ত জীবনে সন্তানের সঙ্গে তাঁদের দূরত্ব বাড়ে? যে মানুষগুলো একসময়ে আঙুল ধরে হাঁটতে শিখিয়েছিলেন, সময়ের অভাবে কি তাঁদের সঙ্গেই কথা বলা হয়ে ওঠে না সন্তানের। বিশ্ব আলঝাইমার্স দিবসে সেই কথাগুলোই যেন মনে করিয়ে দিলেন মীর আফসার আলি (Mir Afsar Ali)। বাবার উদ্দেশে লিখলেন এক আবেগঘন পোস্ট।
Advertisment
বিগত ৪ বছর ধরে মীরের বাবা ডিমেনশিয়ার সঙ্গে লড়ছেন। স্মৃতি ঝাপসা হয়ে আসছে তাঁর। দিন, ক্ষণ, সাল, সময় কোনও কিছুই মনে থাকে না বিশেষ। তবে, ছেলেকে এখনও চিনতে পারেন। মীরের নাম ধরে ডাকেন। 'আব্বা' বললে সাড়া দেন। মীর জানালেন, বাবার চিকিৎসা চলছে। আর এই বিষয়ে তিনি বেজায় আশাবাদী। ডাক্তারদের ওপরও বিশ্বাস রেখেছেন তিনি।
বিশ্ব আলঝাইমার্স দিবসে মীরের স্মৃতিতে ভেসে উঠল বাবার এক জন্মদিনের কথা। যেদিন তিনি বাবাকে জিজ্ঞেস করেছিলেন, "জন্মদিনে কী গিফ্ট চান?" ভীষণ উৎসাহিত মীরই বলে ফেলেছিলেন, “আব্বা, এই বছর আপনার জন্য আমার তরফ থেকে ঘড়ি।” তবে মুচকি হেসে তাঁর বাবা বলেন, “ঘড়ি নয় বাপি, আমায় একটু সময় দিস।”
ডিমেনশিয়ার জন্য বাবার স্মৃতিতে আজ সেসব কথা ঝাপসা হয়ে গেলেও মীর মনে রেখেছেন সেই আবেগমাখা কথাগুলো। আর সেই প্রেক্ষিতেই সঞ্চালক-অভিনেতার মন্তব্য, "আপনার বাড়িতেও কি এমন কেউ আছেন যিনি কাজে মন দিতে পারছেন না, সব ভুলে যাচ্ছেন এক এক করে? অবহেলা করবেন না। দেরী করবেন না। তাঁদের দূরে ঠেলে দেবেন না। যাঁদের আজকাল মনে থাকে না, তাঁদের আরও বেশী করে মনে ধরে রাখুন।"
বাবা-ছেলের এমন রসায়নের কথা পড়ে নেটজনতা তো বটেই এমনকী তারকামহলের চোখেও জল। মীর আফসার আলির বাবার দ্রুত আরোগ্য কামনা করলেন সৃজিত মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, রূপাঞ্জনা মিত্র থেকে শুরু করে আরও অনেকে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন