/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/meer.jpg)
Mir Afsar ali: মীরের বাড়ির সামনে মারামারি!
আর মাত্র কয়েকঘন্টা! আগামীকাল কলকাতা শহরের ভোট। উত্তেজনার পারদ তুঙ্গে। মহারাষ্ট্র ভোটের দিন তারকারা নজরে এসেছিলেন। আগামীকাল কারা কারা ভোট দেন, সেটাই দেখার। আর আগামীকাল ভোটের আগেই মীর যা করলেন…
মীর আফসার আলী, নানা ধরনের পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। যদিও, তাতে হাস্যকৌতুকের মাত্রা বেশি থাকে। আর আজও তাই বললেন, মীর। দুজন প্রার্থী ভোটের প্রচারের শেষ ঠিক কি করছেন মীরের বাড়ির সামনে! যে সেই মুহূর্ত ক্যামেরা বন্দি করলেন তিনি?
গতকাল শেষ হয়েছে শেষ দফার প্রচার। আর তারপর, দুজন প্রার্থী মীরের বাড়ির সামনে মারপিট করতে ব্যস্ত! এক অপরকে তাঁরা শাসিয়ে বাজিমাত করলেন। আর সেই দৃশ্য দেখে মীরের আনন্দের শেষ নেই! অভিনেতা কমেডিয়ান ভিডিও শেয়ার করলেন। লিখলেন, ঝগড়া দেখতে আমার ভালই লাগে।
কী ঘটেছে আসলে?
মীরের ভিডিওতে দেখা যাচ্ছে দুটো বিড়াল নিজেদের মধ্যে প্রচন্ড উত্তেজিত। এবং একটা সময় পর দুজনে দুজনকে শাসানো ছেড়ে দিয়ে তুমুল মারপিট করতে শুরু করে। আর এই দৃশ্য দেখেই মীরের মনে হয়েছে প্রচার শেষে দুই প্রার্থী এমনই করেন।
উল্লেখ্য, মীরের এই ভিডিও দেখে হেসে খুন বেশিরভাগ। তাঁরা বলছেন, পপকর্ন নিয়ে বসে ঝগড়া দেখ? আবার কেউ বললেন, ওদেরকে দুটো পুঁটি মাছ ছুঁড়ে দাও।