scorecardresearch

বড় খবর

মঞ্চে পুরস্কার নিতে গিয়ে হার্ট অ্যাটক! মুহূর্তের মধ্যে ‘মৃত্যু’ শাহরুখ-সইফের সহ-অভিনেতার

মর্মান্তিক! পুরস্কার নিতে গিয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়লেন ‘মীর্জাপুর’, ‘ব্যোমকেশ বক্সী’ অভিনেতা।

Mirzapur actor Shahnawaz Pradhan passes away at 56
প্রয়াত শাহনাওয়াজ প্রধান

জীবন-মৃত্যু বিধাতার খেলা- কথাতেই আছে। কখন, কোথায় কীভাবে ধরা দেয়..তা কেউ বলতে পারে না। বছর ৫৬-র অভিনেতার ক্ষেত্রেও তার অন্যথা হল না। মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন। সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন শাহনাওয়াজ প্রধান।

শাহরুখ খান, সইফ আলি খানের মতো তারকাদের সিনেমায় সহ-অভিনেতা হিসেবে কাজ করেছেন শাহনাওয়াজ। মুম্বইয়ে এক অনুষ্ঠানে পুরস্কার নিতে গিয়েছিলেন তিনি। সেখানে মঞ্চে ওঠার পর আচমকাই হৃদরোগে আক্রান্ত হন। তার কয়েক মিনিটের মধ্যেই চিরঘুমেরে দেশে শাহনাওয়াজ।

অনুষ্ঠানে উপস্থিত সকলে তড়িঘড়ি অভিনেতাকে কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে ছোটেন, তবুও শেষরক্ষা হয়নি। জানা গিয়েছে, মাসখানেক আগেই তাঁর হার্টে বাইপাস সার্জারি হয়েছিল।

প্রসঙ্গত, ‘ফ্যান্টম’, ‘রাইস’-এর তারকাখচিত সিনেমার পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ মির্জাপুর-এও অভিনয় করেন শাহনাওয়াজ। এছাড়াও তাঁর কাজের তালিকায় রয়েছে একগুচ্ছ সিরিয়াল-সিনেমা। সেই অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকবার্তা জ্ঞাপন করেছেন তাঁর সহকর্মীরা। উল্লেখ্য, ‘লগান’ অভিনেতা যশপাল শর্মাও উপস্থিত ছিলেন সেদিন ওই অনুষ্ঠানে। তিনি শাহনাওয়াজের মৃত্যুর খবর পেতেই শোকে মূর্হ্যমান।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Mirzapur actor shahnawaz pradhan passes away at 56