Advertisment
Presenting Partner
Desktop GIF

Mishmee Das: বাড়ির বাইরে চরম হেনস্থা, 'কেরিয়ার শেষ করে দেব!', পুলিশের সামনেই হুমকি অভিনেত্রী মিশমি দাসকে

Mishmee Das assault: শহর কলকাতার সুরক্ষা নিয়ে আবার প্রশ্ন উঠে গেল। নিজের বাড়ির বাইরে হেনস্থার শিকার মিশমি, যা হুমকি পেলেন ঘুম উড়েছে অভিনেত্রীর।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
mishmee das, tollywood actress mishmee ds, mishmee das assaulted by a women, tollywood assault case, tolly news, tollywood updates, tolly actress assault, women safety in kolkata

Mishmee Das assault: মিশমি দাসের সঙ্গে শ্লীলতাহানি...

Mishmee Das Assaulted: সারা দেশ জুড়ে প্রতিবাদের ঝড়। মেয়েদের সুরক্ষা এবং নিরাপত্তার খাতিরে সরব হয়েছেন বেশিরভাগ। তারকারা কম যাচ্ছেন না। বরং, তারা রাস্তায় নেমে প্রতিবাদ করছেন। কিন্তু, এর মধ্যেই ঘটে চলেছে নানা অপ্রীতিকর ঘটনা। অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়কে হেনস্থা করা হয় কলকাতার রাস্তায়।

Advertisment

আর আজ নিজের বাড়ির সামনে, শারীরিক হেনস্থা এবং শ্লীলতাহানির শিকার হন অভিনেত্রী মিশমি দাস। মিশমি নিজের সমাজ মাধ্যমে জানিয়েছেন সেই প্রসঙ্গে। রবিবার রাতে তিনি এবং তাঁর মা এহেন ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হবেন, যেন ভাবতেই পারেননি। যে তাঁকে হেনস্থা করলেন, তাঁর ছবি সমাজ মাধ্যমে শেয়ার করলেন তিনি।

মিশমি লিখছেন, আমি বাড়ি থেকে তৈরি হয়ে বেরোচ্ছিলাম একটি অনুষ্ঠানের জন্য। এবং আমার মা ও এক আত্মীয় বাড়িতে ঢুকছিলেন। এই মহিলা এবং তাঁর স্বামী গড়িয়ার ঢালাই ব্রিজের সামনে আমাদের যে বাড়ি সেখানেই গাড়ি পার্ক করেছিলেন। আমার মা উনাকে বলেছিল গাড়িটা সরিয়ে রাখতে। কারণ, আমার গাড়িটা বেরোতে পারছিল না। এই মহিলা আমার মাকে হেনস্থা করতে থাকে। আমার মাকে হুমকি দিতে থাকে। গাড়ি সরিয়ে নিলেও ধমক আর হুমকি কমে না। তাই আমি বাইরে বেড়িয়ে গাড়ির নম্বর তুলে রাখি।"

অভিনেত্রীর সঙ্গে তারপর যা হয়, তাতে ফের একবার সুরক্ষার প্রশ্ন উঠছে। তিনি আরও বলেন, আমি ছবি তোলার পরেই ওরা এত রেগে গেল, যে এই মহিলা আমায় কিছুতেই গাড়িতে উঠতে দিতে চাইছিলেন না। আর বারবার, আমায় বলছিলেন ছবিটা ডিলিট করতে। আমি যেই জোর করে গাড়িতে উঠে গেলাম, উনি গাড়ির ভেতরে হাত ঢুকিয়ে ছবি তুললেন আর বললেন... 'দেখুন এইবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার নাম খারাপ কী করে করি!'

অভিনেত্রী তাজ্জব এই ঘটনায়। এমনকি পুলিশের সামনেও তাঁকে চুপ করতে দেখা গেল না। অভিনেত্রী বলছেন, "এটা আমার শহরের সুরক্ষা? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে টানা ২০ মিনিট ধরে উনি আমাদের হেনস্থা করে গেলেন, কটু কথা শুনিয়ে গেলেন। পুলিশ এল। তাঁদের সামনে দাঁড়িয়ে ওরা বলল, আমার কেরিয়ার নষ্ট করে দেবে। তাঁরা কিছুই বলল না।" অভিনেত্রী রীতিমতো আতঙ্কে কী ঘটে গেল তাঁর সঙ্গে।

এভাবে শহরে সুরক্ষিত থাকা যায় কিনা, সেই নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বাড়ির সামনে এহেন ঘটনায় তিনি আতঙ্কিত। শুধু তাই নয়, কলকাতা পুলিশকে ট্যাগ পর্যন্ত করেছেন তিনি। অভিনেত্রীকে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন।

tollywood Entertainment News mishmee das
Advertisment