Advertisment
Presenting Partner
Desktop GIF

Miss Jojo: একরত্তি ছেলেকে দেখে অশ্লীল-কুরুচিকর মন্তব্য, জ্বিভ টেনে ছিঁড়ে দেওয়ার হুমকি দিলেন জোজো...

Miss Jojo tollywood: সন্তানকে নিয়ে খুব খারাপ মন্তব্য, রেগে ফুঁসছেন জোজো

author-image
IE Bangla Entertainment Desk
New Update
miss jojo, miss jojo tollywood

Miss jojo news- ছেলেকে নিয়ে মন্তব্য করায় রেগে আগুন জোজো- ছবি/ ফেসবুক

Miss Jojo Son: রেগে আগুন জোজো। গায়িকার সন্তানের প্রতি কটু মন্তব্যকে ঘিরে তিনি সরব। সোশ্যাল মিডিয়ায় এসে ধুয়ে দিলেন মন্তব্যকারী মহিলাকে। ঠিক কী কী বললেন তিনি?

Advertisment

শিল্পী সোশ্যাল মিডিয়ায় এসে শো করতে যাওয়ার আগে একটু মেকাপ করছিলেন। তাঁর সন্তান, যাকে তিনি দত্তক নিয়েছেন সেও মায়ের সঙ্গে খেলতে ব্যস্ত। মায়ের সাজ সরঞ্জাম নিয়ে টানাটানি করে ব্যস্ত। মায়েরা এগুলো বেশ উপভোগ করেন। কিন্তু, মন্তব্য করার আগে যেন দুবার ভাবেন না নেটপাড়ার বেশিরভাগ। এবারও তাই, জোজোর সন্তানকে নিয়ে কুরুচিকর মন্তব্য।

ঠিক কী বলেছিলেন তারা?

মায়ের চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। তাই তো, সেসব মন্তব্য সব নোট করে রেখেছেন জোজো। তিনি বললেন, একজন মহিলার কথায়, যখন দত্তক নিলেন একটু ভাল বাড়ির ভাল কাউকে নিতে পারলেন না? আবার কেউ বললেন এদেরকেও দেখতে হবে? এহেন মন্তব্য চোখে পড়তেই রেগে আগুন শিল্পী। তাঁর কথায়...

আমার সন্তানকে আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আপনার পয়সায় পড়াচ্ছি? আপনার সমস্যা কোথায়? ভাল বাড়ির ছেলে নিয়েছি নাকি খারাপ বাড়ির ছেলে, আপনার কী? এই আপনাদের মত মহিলাদের জন্যই না, আজকাল সমাজে মায়েরা বাচ্চাদের খুন করছে। আপনার বাচ্চা যদি, সুন্দর না হয় তাহলে আপনি তাঁকে আদর করবেন না? নাকি চুমু খাবেন না?

এখানেই শেষ না। জোজো নিজের মাতৃস্থান থেকে আরও বললেন, "আমি তো শিল্পী, আমার অনেককিছু করা বারণ। তাও বলছি, হয়তো বা আমি আপনাদের থেকে অনেকটা অশিক্ষিত। কিন্তু, এটুকু বলছি শিল্পী যদি না হতাম, তাহলে আজকে আমার সন্তানকে এই মন্তব্য করার জন্য আপনার জ্বিভ টেনে ছিঁড়ে দিতাম। আপনি আমার কী করতেন তারপর দেখে নিতাম। ক্ষমতা থাকলে, সামনে এসে বলুন। ফেসবুক বলবেন না।"

tollywood bollywood Entertainment News
Advertisment