Advertisment
Presenting Partner
Desktop GIF

Miss Jojo: 'আমি তো ভাবতেই পারছি না তুই আমায় ধর্ষণ করবি...!', টোটার ভয়ে সেদিন দৌড়েছিলেন জোজো...

Miss Jojo tollywood: কী হয়েছিল তাঁর সঙ্গে? যে আজও ভুলতে পারেন না সেসব?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
jojo mukherjee, tota roy chowdhury, miss jojo

JoJo: সেদিন কী হয়েছিল জোজোর সঙ্গে?

মিস জোজো যিনি আসলেই বিখ্যাত তাঁর গানের জন্য, তাঁর সঙ্গেও নাকি এহেন কান্ড ঘটে গিয়েছে। শিল্পী কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছেলেকে নিয়ে ওঠা কটূক্তির বিরুদ্ধে জবাব দিয়েছেন। আর এবার প্রকাশ্যে তাঁর আরেক অভিজ্ঞতা।

Advertisment

তিনি গানের পাশাপশি বেশ কিছু অভিনয় করেছেন। সেসব দিনের কথা শেয়ার করেই তিনি যা বললেন, তাতে আর যাই হোক অভিনেতাদের যে অনেককিছু করতে হয় সেটা একদম পরিষ্কার। কিন্তু কেন? অভিনেতা টোটা রায়চৌধুরীর সঙ্গে এক দৃশ্যের কথা বর্ণনা করতে গিয়েই তিনি হেসে খুন। বললেন...

প্রভাত দার সিনেমা। টোটা রায়চৌধুরী অভিনয় করছেন তার সঙ্গে। শুটিং ছিল একটি রেপ সিনের। অভিনেত্রীর কথায়, "প্রভাত দার সিনেমা তো, বুঝতেই পারছেন। টোটা দা আমায় পুরো কাঁধে তুলে ঘোরাবে এমন একটা দৃশ্য। পুরো ক্লাইম্যাক্স। মানে এখকার দিন হলে সেই দৃশ্য হিসেবে যাকে বর্ণনা করা যায়। আর টোটা ছিল বন্ধু। একটা পোড়া বাড়ি, আমি দৌড়াচ্ছি!" এবার শুরু হল মুশকিল।

অভিনেত্রী জোজো সেদিন কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে বন্ধু তাঁর এত কাছের, সে নাকি রেপ করবে? টোটা যেই তাঁকে তুলছে, ওমনি হাসি শুরু। অভিনেত্রী বলছেন, "অনেকগুলো শট এনজি হয়েছে। প্রভাত দা গিয়েছেন রেগে। খুব বকা দিয়েছেন। টোটা ত্রস্ত ভয়ে! আমায় সামনে বলছে সিরিয়াস হ জোজো। আর সিরিয়াস, আমি তো বলেই দিয়েছি, তুই আমায় রেপ করবি? আমি ভাবতেই পারছি না!"

প্রসঙ্গত, সেই বকুনি খাওয়ার পরেই যেন আরও বেড়ে গেল তাঁর অভিনয় দক্ষতা। কষ্টে দুঃখে সেদিন নিদারুণ অভিনয় করলেন তিনি। আজও সেইসব স্মৃতি তাজা।

Miss Jojo Tota Roy Choudhury Entertainment News
Advertisment