মিস জোজো যিনি আসলেই বিখ্যাত তাঁর গানের জন্য, তাঁর সঙ্গেও নাকি এহেন কান্ড ঘটে গিয়েছে। শিল্পী কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় তাঁর ছেলেকে নিয়ে ওঠা কটূক্তির বিরুদ্ধে জবাব দিয়েছেন। আর এবার প্রকাশ্যে তাঁর আরেক অভিজ্ঞতা।
Advertisment
তিনি গানের পাশাপশি বেশ কিছু অভিনয় করেছেন। সেসব দিনের কথা শেয়ার করেই তিনি যা বললেন, তাতে আর যাই হোক অভিনেতাদের যে অনেককিছু করতে হয় সেটা একদম পরিষ্কার। কিন্তু কেন? অভিনেতা টোটা রায়চৌধুরীর সঙ্গে এক দৃশ্যের কথা বর্ণনা করতে গিয়েই তিনি হেসে খুন। বললেন...
প্রভাত দার সিনেমা। টোটা রায়চৌধুরী অভিনয় করছেন তার সঙ্গে। শুটিং ছিল একটি রেপ সিনের। অভিনেত্রীর কথায়, "প্রভাত দার সিনেমা তো, বুঝতেই পারছেন। টোটা দা আমায় পুরো কাঁধে তুলে ঘোরাবে এমন একটা দৃশ্য। পুরো ক্লাইম্যাক্স। মানে এখকার দিন হলে সেই দৃশ্য হিসেবে যাকে বর্ণনা করা যায়। আর টোটা ছিল বন্ধু। একটা পোড়া বাড়ি, আমি দৌড়াচ্ছি!" এবার শুরু হল মুশকিল।