‘মিশন সিক্সটিন’, বাংলাদেশের ছবিতে দেব

প্রথমবার বাংলাদেশ প্রযোজিত ছবিতে অভিনয় করতে চলেছেন সুপারস্টার। ছবির নাম ‘মিশন সিক্সটিন’। বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি।

প্রথমবার বাংলাদেশ প্রযোজিত ছবিতে অভিনয় করতে চলেছেন সুপারস্টার। ছবির নাম ‘মিশন সিক্সটিন’। বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
dev

'পাসওয়ার্ড' ছবিতে সাইবার বিভাগের অফিসারের চরিত্রে দেব।

'পাসওয়ার্ড' মুক্তি পাচ্ছে বাংলাদেশে। সে কারণেই বাংলাদেশে পৌঁছেছেন দেব। কিন্তু সেখানে পৌঁছেই নতুন খবর দিলেন তিনি। প্রথমবার বাংলাদেশ প্রযোজিত ছবিতে অভিনয় করতে চলেছেন সুপারস্টার। ছবির নাম ‘মিশন সিক্সটিন’। বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রযোজনায় তৈরি হতে চলেছে এই ‘মিশন সিক্সটিন’।

Advertisment

বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলোর থেকে জানা গিয়েছে, ''বড় বাজেটেই তৈরি হতে চলেছে এই ছবি। ইতিমধ্যেই বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবিটির নাম নথিভুক্ত করা হয়েছে। সম্ভাব্য পরিচালকের নাম রাজা চন্দ। ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে চলেছে।''

আরও পড়ুন, একটু বড় হয়ে গিয়েছি, ম্যাচিওরড হয়ে গিয়েছি: রাজ

Advertisment

ছবিতে দেবের বিপরীতে দেখা যাবে দু'জন নায়িকাকে। অন্ধকার জগতের বিভিন্ন কার্যকলাপ নিয়েই তৈরি হতে চলেছে এই ছবি। বাংলাদেশ ও থাইল্যান্ডে শুটিং হবে ছবির। দেবও প্রথম আলোকে জানিয়েছেন, তিনি ‘মিশন সিক্সটিন’-এ অভিনয় করবেন। জানুয়ারীতে শুরু হবে এই ছবির শুটিং।

publive-image পাসওয়ার্ড ছবির পোস্টার।

প্রসঙ্গত, সাফটা চুক্তি অনুযায়ী শুক্রবার বাংলাদেশে মুক্তি পাচ্ছে দেব-রুক্মিণীর 'পাসওয়ার্ড' এবং ভারতে মুক্তি পাচ্ছে শাকিব খানের ছবি। 'পাসওয়ার্ড'-এর পর দেব-রুক্মিণীর 'কিডন্যাপ'-ও রিলিজ হতে পারে বাংলাদেশে।

Dev Bangladesh