Advertisment
Presenting Partner
Desktop GIF

পরিপাটি আয়োজন, সিরিয়ালের মেকআপ রুমেই গণেশপুজো 'মিঠাই'-এর

সেটে কীভাবে গণেশ পুজো করলেন 'মিঠাই'? দেখুন ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
Soumitrishna Kundu, Soumitrishna Kundu celebrates Ganesh Chaturthi, Ganesh Chaturthi, Mithai, মিঠাই, গণেশ চতুর্থী, সৌমিতৃষ্ণা কুণ্ডু, bengali news today

সিরিয়ালের মেকআপ রুমেই গণেশপুজো 'মিঠাই' সৌমিতৃষ্ণার

মেকআপ রুমের টেবিল। তার উপরেই গাঁদা-জুই ফুলের মালা দিয়ে সাজানো গণেশের ছোট্ট মূর্তি। পুষ্পপত্রে ফুল-বেলপাতা, প্রদীপ, ধুপধুনো, শঙ্খ। কাঁসার থালায় থরেথরে সাজানো গণেশের প্রিয় লাড্ডু। পাঁচরকম ফল। কোনওকিছুরই খামতি নেই। একেবারে পরিপাটি আয়োজন 'মিঠাই' (Mithai)-এর। আজ্ঞে হ্যাঁ, ব্যস্ত শিডিউলের মাঝেও এভাবেই শুক্রবার গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi 2021) দিন আরাধনা সারলেন দর্শকদের প্রিয় মিঠাই ওরফে সৌমিতৃষ্ণা কুণ্ডু (Soumitrishna Kundu)।

Advertisment

সৌমিতৃষ্ণা নিজেই শেয়ার করলেন মেকআপ রুমে তাঁর গণেশপুজোর ছবি। অভিনেত্রীকে দেখা গেল মিঠাই লুকে গণেশের সামনে প্রদীপ জ্বালাতে। মিঠাই-এর ছোট্ট আয়োজনে কিন্তু সামিল ছিলেন ধারাবাহিকের কলাকুশলীরাও। সেটে পুজো করে লাড্ডু বিলিও করেছেন তিনি। সহকর্মীদের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন ক্যামেরার সামনে। আর সবটাই ধরা দিল সৌমিতৃষ্ণার পোস্টে। ক্যাপশনও মিষ্টি। অভিনেত্রী লিখেছেন, "আমাদের গণশু।" গণেশ চতুর্থীর শুভেচ্ছাও জানিয়েছেন অনুরাগীদের।

<আরও পড়ুন: ‘তুমি কেমন মুসলমান মীরভাই?’, গণেশ চতুর্থীতে শুভেচ্ছা জানাতেই ধর্ম নিয়ে আক্রমণ মীরকে>

প্রসঙ্গত, সম্প্রতি 'মিঠাই' ধারাবাহিক ২০০ পর্ব পেরিয়েছে। মিঠাই চরিত্রে সৌমিতৃষার জনপ্রিয়তাও তুঙ্গে। সিরিয়ালে উচ্ছেবাবু আর তুফান মেইলের রসায়নে বেজায় মজেছেন দর্শকরা। পরপর কয়েক সপ্তাহ টিআরপির তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে 'মিঠাই'।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mithai Soumitrishna Kundu Ganesh Chaturthi 2021
Advertisment