স্বামী সৃজিতের ডেঙ্গু, তারমধ্যেই সুখবর জানালেন ঢালিউড অভিনেত্রী মিথিলা!

অভিনেত্রীর সুখবরে শুভেচ্ছার বন্যা

অভিনেত্রীর সুখবরে শুভেচ্ছার বন্যা

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Rafiath Rashid Mithila, Rafiath Rashid Mithila news, Rafiath Rashid Mithila bangladesh news,Rafiath Rashid Mithila films,Rafiath Rashid Mithila controversy,Rafiath Rashid Mithila dhallywood, মিথিলা, বাংলাদেশ অভিনেত্রী মিথিলা

মিথিলার সুখবর

একদিকে, অসুস্থ সৃজিত মুখোপাধ্যায়। অন্যদিকে সুখবর দিচ্ছেন তাঁর ঘরণী মিথিলা। বাংলাদেশের প্রখ্যাত অভিনেত্রী, সমাজমাধ্যমেই নিজের সুখবর জানিয়েছেন।

Advertisment

টলিপাড়ায় খুব একটা অভিনয় করতে না দেখা গেলেও তিনি কিন্তু ঢালিউডে মাঝেমধ্যেই নানা প্রজেক্টে কাজ করে চলেছেন। ব্যক্তিগত সম্পর্ক নিয়েও তিনি বেশ খোলামেলা। তাঁকে নিয়ে সবসময়ই এমন চর্চা যে, এরওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি, সেগুলোও বেশ সাবলীল ভাবে গ্রহন করেন। তবে, এবার...

তিনি বাংলাদেশ বিনোদন জগতের চর্চিত নাম। নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন... নতুন সিনেমা জ্বলে জ্বলে তারা এবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। পরিচালক অরুণ চৌধুরীর নতুন ছবিটি ছাড়পত্র পাওয়ায় বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। লিখছেন...

Advertisment

আরও পড়ুন - Dev : দেবের ভাড়া বাড়িতে পা-ও দেন নি তাঁর বাবা! অহংকার নাকি? চোখের জলে…

আরও পড়ুন - কোটি কোটি টাকা দিয়েও রাজকে কিনতে পারলেন না? শেষমেশ পাল্টি খেলেন পরিচালক!

অবশেষে অপেক্ষার দিন শেষ হলো।সেন্সর পেলো অরুণ চৌধুরী পরিচালিত, অনুদানের সিনেমা 'জলে জ্বলে তারা'। 'তারা' চরিত্রটি আমার হৃদয়ের খুব কাছের একটি চরিত্র। বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডকে অজস্র ধন্যবাদ। জলে জ্বলে তারার সমস্ত শিল্পী কলাকুশলীদের প্রতি ধন্যবাদ আর কৃতজ্ঞতা। দর্শকের ভালোবাসার অপেক্ষায় জলে জ্বলে তারা।

উল্লেখ্য, কেবলমাত্র ১৬ দিনের মধ্যেই ছবির শুটিং শেষ হয়েছে। ছবি নিয়ে বেশ উত্তেজিত অভিনেত্রী। এমনকি এও জানালেন খুব শীঘ্রই এই ছবি রিলিজ করতে চলেছে।

tollywood Rafiath Rashid Mithila Entertainment News