Advertisment
Presenting Partner
Desktop GIF

কলকাতার ভোটার হলেন মিঠুন, গেরুয়া প্রার্থী হওয়া নিয়ে জল্পনা তুঙ্গে

মোদীর ব্রিগেডের মঞ্চে গেরুয়া শিবিরের যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই 'বাঙালিবাবু'র ভোটে লড়ার জল্পনা বাড়ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
mithun

আর নয় মুম্বই, এবার কলকাতার ভোটার হলেন মিঠুন চক্রবর্তী।

Advertisment

মোদীর ব্রিগেডের মঞ্চে গেরুয়া শিবিরের যোগ দিয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তারপর থেকেই 'বাঙালিবাবু'র ভোটে লড়ার জল্পনা তুঙ্গে। মিঠুনও জানিয়েছিলেন, দল মানুষের সেবায় তাঁকে যে দায়িত্ব দেবে তিনি তা করতে রাজি। অভিনেতার ভোটার পরিচয় পত্রের ঠিকা বদলকে ঘিরে তাই তাঁর নির্বাচনে প্রার্থী হওয়ার জল্পনা আরও তীব্র হল।

কাশীপুর-বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাজা লমনীন্দ্র রোডের ২২/১৮০নম্বর বাড়ির ঠিকানায় ভোটার হয়েছেন মিঠুনবাবু। ভোটার তালিকায় তাঁর নাম রয়েছে মিঠুন বসন্ত চক্রবর্তী। এই বাড়িটি আসলে অভিনেতার বোন শর্মিষ্ঠা সরকারের। তিনি জানিয়েছেন, ‘মিঠুর চক্রবর্তী আমার তুতো দাদা। উনি যখনই ব্যক্তিগত কাজে কলকাতা আসেন আমার বাড়িতেই থাকেন।’

তাহলে কী ভোটে কি দাঁড়াচ্ছেন মিঠুন? 'জানা নেই' বলে জবাব দিয়েছেন শর্মিষ্ঠাদেবী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp mithun chakraborty West Bengal Election 2021 West Bengal Assembly Election 2021
Advertisment